হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর শান্তিনগরে পুলিশ কর্মকর্তার বাসায় দগ্ধ গৃহকর্মীর মৃত্যু

ঢামেক প্রতিনিধি

রাজধানীর শান্তিনগরে এক পুলিশ কর্মকর্তার বাসায় চুলার আগুনে দগ্ধ গৃহকর্মী জান্নাত (১৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গতকাল সোমবার বিকেল ৫টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশু গৃহকর্মী মারা যায়। তার শরীরের ৮৫ শতাংশ দগ্ধ ছিল। 

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া জান্নাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 

ওসি আরও জানান, শিশু জান্নাত শান্তিনগর ইস্টার্ন প্লাস মার্কেটের পাশে শ্যামপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আলাউদ্দিনের বাসায় কাজ করত। ওই বাসাতেই ঘটনাটি ঘটে। 
 
গতকাল রোববার দুপুরে শান্তিনগরের বাসার রান্নাঘরে কাজের সময় গ্যাসের চুলা থেকে জান্নাতের গায়ে থাকা ওড়নায় আগুন ধরে যায়। পরে বাসার লোকজনই তাকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেল ৫টার দিকে সে মারা যায়। 

ওসি সালাউদ্দিন আরও জানান, শিশুটির বাবার নাম আবু বকর। তাদের বাড়ি চট্টগ্রামে। তাদের পরিবারের সবার সঙ্গে কথা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা করা হবে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ