হোম > সারা দেশ > ঢাকা

ভারতের চেয়েও ১৮টি সূচকে এগিয়ে বাংলাদেশ: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভারতের চেয়েও ১৭-১৮টি সূচকে বাংলাদেশ এগিয়ে আছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা সাংবাদিক কমান্ড ও বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরামের উদ্যোগে ‘বীর মুক্তিযোদ্ধা সাংবাদিকদের সংবর্ধনা, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ ২০৪১ গঠনে মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আ ক ম মোজাম্মেল হক বলেন, এটা একটা বিশাল অর্জন। তবে স্বাধীনতা বিরোধীরা এই অর্জনে খুশি নয়। এই স্বাধীনতা বিরোধীরা এখনো আছে, আমাদের সঙ্গে মিলে মিশেই আছে। রাজনীতিতে ভিন্নমত থাকবেই, কিন্তু স্বাধীনতা বিরোধীরা তো এদেশের স্বাধীনতাকেই স্বীকার করে না।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, স্বাধীনতার, রাষ্ট্র পরিচালনার মূলনীতিকে অস্বীকার করে তো রাজনীতি হয় না। বঙ্গবন্ধুকে হত্যার পর ভারতের বিরুদ্ধে স্লোগান দিয়ে এরাই উল্লাস করেছিল। সেই স্বাধীনতা বিরোধী পাকিস্তানপন্থীরা এখনো নানাভাবে চক্রান্ত করছে। এ ব্যাপারে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। 

অনুষ্ঠানে ৩৫ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়। সভায় আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সাংবাদিক কমান্ডের উপদেষ্টা মুহাম্মদ শফিকুর রহমান, শামসুদ্দিন আহমেদ পেয়ারাসহ অন্যরা।

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে

গুলিস্তানের ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেড় ঘণ্টা লাগে: ফায়ার সার্ভিস

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

দীপু দাসের হত্যাকারীদের শাস্তি না দিলে ভোট বর্জনের হুঁশিয়ারি হিন্দু মহাজোটের

৩০০ ফুট থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি

দেড় ঘণ্টার চেষ্টায় গুলিস্তানে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

গুলিস্তানে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯টি ইউনিট

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

লঞ্চ দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: নৌপরিবহন উপদেষ্টা

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে