হোম > সারা দেশ > ঢাকা

ভারতের চেয়েও ১৮টি সূচকে এগিয়ে বাংলাদেশ: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভারতের চেয়েও ১৭-১৮টি সূচকে বাংলাদেশ এগিয়ে আছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা সাংবাদিক কমান্ড ও বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরামের উদ্যোগে ‘বীর মুক্তিযোদ্ধা সাংবাদিকদের সংবর্ধনা, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ ২০৪১ গঠনে মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আ ক ম মোজাম্মেল হক বলেন, এটা একটা বিশাল অর্জন। তবে স্বাধীনতা বিরোধীরা এই অর্জনে খুশি নয়। এই স্বাধীনতা বিরোধীরা এখনো আছে, আমাদের সঙ্গে মিলে মিশেই আছে। রাজনীতিতে ভিন্নমত থাকবেই, কিন্তু স্বাধীনতা বিরোধীরা তো এদেশের স্বাধীনতাকেই স্বীকার করে না।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, স্বাধীনতার, রাষ্ট্র পরিচালনার মূলনীতিকে অস্বীকার করে তো রাজনীতি হয় না। বঙ্গবন্ধুকে হত্যার পর ভারতের বিরুদ্ধে স্লোগান দিয়ে এরাই উল্লাস করেছিল। সেই স্বাধীনতা বিরোধী পাকিস্তানপন্থীরা এখনো নানাভাবে চক্রান্ত করছে। এ ব্যাপারে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। 

অনুষ্ঠানে ৩৫ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়। সভায় আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সাংবাদিক কমান্ডের উপদেষ্টা মুহাম্মদ শফিকুর রহমান, শামসুদ্দিন আহমেদ পেয়ারাসহ অন্যরা।

পাঁচ চীনা নাগরিকসহ টেলিগ্রাম প্রতারণা চক্রের ৮ জন গ্রেপ্তার, ৫১ হাজারের বেশি সিম জব্দ

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার