হোম > সারা দেশ > ঢাকা

মুচলেকা দিয়ে মুক্ত ই-অরেঞ্জের ২ ভুক্তভোগী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের ভুক্তভোগীদের বিক্ষোভ মিছিল থেকে পুলিশের হাতে আটক হওয়া দুজন মুচলেকা দিয়ে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় শাহবাগ থানা থেকে তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন থানার ওসি মওদুত হাওলাদার। 

এর আগে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পল্টনে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ শুরু করেন ই-অরেঞ্জের ভুক্তভোগীরা। প্রতারণার মাধ্যমে ই-অরেঞ্জ তাঁদের যে টাকা হাতিয়ে নিয়েছে, তা ফিরিয়ে দেওয়ার দাবি জানান তাঁরা। সেই সঙ্গে প্রতিষ্ঠানটির মূল হোতা ভারতে আটক সাবেক ওসি সোহেল রানাকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে বলেও স্লোগান দেন তারা। সারা দেশ থেকে আসা ই-অরেঞ্জ ভুক্তভোগীরা এই বিক্ষোভে অংশ নেন। বেলা বারোটা নাগাদ বিক্ষোভকারীরা মিছিল নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে যাওয়ার পথে মৎস্য ভবনের সামনে পুলিশ লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এতে অন্তত ১৫ জন ভুক্তভোগী আহত হন বলে জানিয়েছেন ই-অরেঞ্জ আন্দোলন কমিটির আহ্বায়ক আফজাল হোসেন। এর মধ্যে অন্তত পাঁচজন নারী ছিলেন বলেও দাবি করেন তিনি। 

আফজাল হোসেন বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ শেষে বাণিজ্য মন্ত্রণালয়ে যাচ্ছিলাম। পুলিশ তখনই হামলা চালায়। আমাদের টাকা ফিরিয়ে দেওয়ার বদলে এই হামলার নিন্দা জানাই আমরা।' 

লাঠিপেটা ও আটক প্রসঙ্গে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, বৃহস্পতিবার এমনিতেই রাস্তায় যানজট ছিল। মিছিলের কারণে সেটা আরও বেড়ে যায়। এ জন্য প্রথমে আমরা বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরে যেতে বলি। তাঁরা না সরলে পুলিশ তাদের জোর করে সরিয়ে দেয়। 

ওসি আরও জানান, মিছিল থেকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় দুজনকে ধরে আনা হয়। বিকেলে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন