হোম > সারা দেশ > ঢাকা

মুচলেকা দিয়ে মুক্ত ই-অরেঞ্জের ২ ভুক্তভোগী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের ভুক্তভোগীদের বিক্ষোভ মিছিল থেকে পুলিশের হাতে আটক হওয়া দুজন মুচলেকা দিয়ে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় শাহবাগ থানা থেকে তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন থানার ওসি মওদুত হাওলাদার। 

এর আগে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পল্টনে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ শুরু করেন ই-অরেঞ্জের ভুক্তভোগীরা। প্রতারণার মাধ্যমে ই-অরেঞ্জ তাঁদের যে টাকা হাতিয়ে নিয়েছে, তা ফিরিয়ে দেওয়ার দাবি জানান তাঁরা। সেই সঙ্গে প্রতিষ্ঠানটির মূল হোতা ভারতে আটক সাবেক ওসি সোহেল রানাকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে বলেও স্লোগান দেন তারা। সারা দেশ থেকে আসা ই-অরেঞ্জ ভুক্তভোগীরা এই বিক্ষোভে অংশ নেন। বেলা বারোটা নাগাদ বিক্ষোভকারীরা মিছিল নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে যাওয়ার পথে মৎস্য ভবনের সামনে পুলিশ লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এতে অন্তত ১৫ জন ভুক্তভোগী আহত হন বলে জানিয়েছেন ই-অরেঞ্জ আন্দোলন কমিটির আহ্বায়ক আফজাল হোসেন। এর মধ্যে অন্তত পাঁচজন নারী ছিলেন বলেও দাবি করেন তিনি। 

আফজাল হোসেন বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ শেষে বাণিজ্য মন্ত্রণালয়ে যাচ্ছিলাম। পুলিশ তখনই হামলা চালায়। আমাদের টাকা ফিরিয়ে দেওয়ার বদলে এই হামলার নিন্দা জানাই আমরা।' 

লাঠিপেটা ও আটক প্রসঙ্গে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, বৃহস্পতিবার এমনিতেই রাস্তায় যানজট ছিল। মিছিলের কারণে সেটা আরও বেড়ে যায়। এ জন্য প্রথমে আমরা বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরে যেতে বলি। তাঁরা না সরলে পুলিশ তাদের জোর করে সরিয়ে দেয়। 

ওসি আরও জানান, মিছিল থেকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় দুজনকে ধরে আনা হয়। বিকেলে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার