হোম > সারা দেশ > ঢাকা

আফতাবনগরে ব্যাটারিচালিত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর আফতাবনগরে ব্যাটারিচালিত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে আজরাত সাদিয়া (২০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বেলা ১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃতের ভাই তামজিদ নওশাদ জানান, তাঁদের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার নিউটন এলাকায়। তাঁর বোন সাদিয়া কিশোরগঞ্জের পৌর মহিলা কলেজের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী। এক বছর আগে তাঁর বোনের বিয়ে হয়। স্বামী তকি তাহমিদের সঙ্গে রাজধানীর সবুজবাগে থাকতেন সাদিয়া।

নওশাদ আরও জানান, পাসপোর্টের ভেরিফিকেশনের কাজে আফতাবনগরে পাসপোর্ট অফিসে গিয়েছিলেন তাঁরা। সেখানে কাজ শেষে ব্যাটারিচালিত রিকশায় করে গুলশান কালাচাঁদপুরে আরেক বোনের বাসায় যাচ্ছিলেন। আফতাবনগর গেটের পাশে আসতেই রিকশার চাকায় সাদিয়ার ওড়না পেঁচিয়ে যায়। মুহূর্তেই গলায় ফাঁস লেগে যায়। রিকশা থামিয়ে দ্রুত তাঁকে স্থানীয় ফরাজি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরবর্তীতে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আফতাবনগর এলাকা থেকে স্বজনেরা ওই নারীকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁরা জানান, রাস্তায় ব্যাটারিচালিত রিকশার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে গিয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পলাতক পরিচালকের স্ত্রীসহ তিন নারী রিমান্ড শেষে কারাগারে

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু