হোম > সারা দেশ > ঢাকা

নির্বাচনে পরিচ্ছন্ন খেলা হবে, ফাউল কম হবে: শামীম ওসমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নারায়ণগঞ্জের সংসদ সদস্য ও আলোচিত রাজনীতিবিদ শামীম ওসমান বলেছেন, ‘নির্বাচনে খেলা হবে, তবে পরিচ্ছন্ন খেলা হবে। ফাউল কম হবে।’ আজ বুধবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আসার বিষয় শামীম ওসমান বলেন, ‘বাংলাদেশে কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করা হচ্ছে। যে ঘটনাগুলোর মাধ্যমে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র পরিণত করার চেষ্টা করা হচ্ছে। তাই পুলিশের ঢাকার যিনি দায়িত্বে আছেন। এ বিষয়গুলো আমার কাছে যতটুকু নলেজে আছে, সে বিষয়গুলো আমি জানাতে চাই। যারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বানাতে চায়, বাংলাদেশকে এমন একটি জায়গায় নিতে চায়। যেখানে থেকে উঠে আসাটা খুব কঠিন হবে।’ 

শামীম ওসমান আরও বলেন, ‘আমরা ছাত্ররাজনীতি করতে করতে এত দূর এসেছি। আমি গতকাল একটি সংবাদ সম্মেলনে করে বলেছি, যেটা আপনারা দেখেছেন। কয়দিন আগে পুলিশকে কুপিয়ে মারা, সাংবাদিকদের মারা, গাড়িতে বোম মারছে, এ ধরনের বেশ কিছু তথ্য শেয়ার করা এবং জানানোর জন্য ডিবিতে এসেছিলাম। এখানে আমি এমপি হিসেবে আসিনি, একজন সাধারণ মানুষ হিসেবে আসছি।’ 

তিনি আরও বলেন, ‘যেহেতু রাজনীতি দীর্ঘদিন ধরে করি, তাই বিভিন্ন খোঁজখবর পাই। সেহেতু সেই তথ্য সঠিক কি না সেটা দেখার দায়িত্ব তো আমার না। সেটা দেখার দায়িত্ব প্রশাসনের।’ 

বিএনপি নির্বাচনে নেই—এমন প্রশ্নে শামীম ওসমান বলেন, ‘খেলা হবে, তবে পরিচ্ছন্ন খেলা হবে। ফাউল কম হবে।’ দুপুরে ডিবি কার্যালয়ে খাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘হারুন ভাইয়ের নয়, তাঁর স্ত্রী আমার বোন, বোনের হোটেলে খেয়েছি।’ 

উল্লেখ্য, ২০ নভেম্বর শামীম ওসমান গণমাধ্যমকে জানিয়েছিলেন তাঁকে অপরিচিত নম্বর থেকে কল করে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট