হোম > সারা দেশ > গোপালগঞ্জ

টুঙ্গিপাড়ায় ২৭ মামলার দুই আসামি গ্রেপ্তার

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ সদর থানায় অপহরণ, ডাকাতি, চুরি, ছিনতাইসহ মোট ২৭টি মামলা রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি ইউনিয়নের গজালিয়া গ্রামের তাহিন শেখ (২৬) ও গিমাডাঙ্গা গ্রামের হামিম শেখ (২৩)। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার গিমাডাঙ্গা গ্রামের আজিম বাজারসংলগ্ন নিয়ামুলের বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার (২৩ মে) দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি খোরশেদ আলম বলেন, গতকাল রাতে গিমাডাঙ্গা আজিম বাজার এলাকার নিয়ামুলের বাড়িতে বিভিন্ন মামলার আসামি তাহিন শেখ ও হামিম শেখের অবস্থানের গোপন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। পরে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ কর্মকর্তা বলেন, গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া থানায় অপহরণ, নারীদের প্রেমের ফাঁদে ফেলে মুক্তিপণ আদায়, ডাকাতি, ছিনতাইসহ তাহিন শেখের নামে ১৫টি ও হামিম শেখের নামে ১২টি মামলা রয়েছে।

বাংলাদেশ ব্যাংকে থাকবে ‘স্যাটেলাইট ফায়ার স্টেশন’, ফায়ার সার্ভিসের সঙ্গে চুক্তি

গুলশানে প্লট দখল: সাবেক এমপি সালাম মুর্শেদীর জামিন নামঞ্জুর

‎আরমানিটোলায় বহুতল ভবনে আগুন‎, ৪০ মিনিট পর নিয়ন্ত্রণে

ডেইলি স্টারে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

ঢামেকে তরুণীর লাশ ফেলে পালালেন ‘স্বামী’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ