হোম > সারা দেশ > গোপালগঞ্জ

টুঙ্গিপাড়ায় ২৭ মামলার দুই আসামি গ্রেপ্তার

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ সদর থানায় অপহরণ, ডাকাতি, চুরি, ছিনতাইসহ মোট ২৭টি মামলা রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি ইউনিয়নের গজালিয়া গ্রামের তাহিন শেখ (২৬) ও গিমাডাঙ্গা গ্রামের হামিম শেখ (২৩)। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার গিমাডাঙ্গা গ্রামের আজিম বাজারসংলগ্ন নিয়ামুলের বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার (২৩ মে) দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি খোরশেদ আলম বলেন, গতকাল রাতে গিমাডাঙ্গা আজিম বাজার এলাকার নিয়ামুলের বাড়িতে বিভিন্ন মামলার আসামি তাহিন শেখ ও হামিম শেখের অবস্থানের গোপন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। পরে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ কর্মকর্তা বলেন, গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া থানায় অপহরণ, নারীদের প্রেমের ফাঁদে ফেলে মুক্তিপণ আদায়, ডাকাতি, ছিনতাইসহ তাহিন শেখের নামে ১৫টি ও হামিম শেখের নামে ১২টি মামলা রয়েছে।

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

সাভারে থেমে থাকা বাসে আগুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ, মিরপুরে দোকানি আহত

টঙ্গীতে বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই, আহত ২

দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় ময়লার গাড়ির চালক কারাগারে