হোম > সারা দেশ > ঢাকা

মিরপুরের কালসীতে যুবক গুলিবিদ্ধ, চিকিৎসা চলছে ঢাকা মেডিকেলে

ঢামেক প্রতিবেদক

রাজধানীর মিরপুরের কালসীতে গুলিতে সাগর মিয়া (২২) নামে এক যুবক আহত হয়েছেন। সে একটি টেইলার্সে কাজ করতেন। 

আজ রোববার বিকেল ৪টার দিকে কালসী মোড়ে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। 

ওই যুবকককে হাসপাতালে নিয়ে আসা রাকিবুল ইসলাম জানান, ‘তাদের বাসা মিরপুর ১১ নম্বর বাউনিয়াবাদ এলাকায়। ওই এলাকাতেই একটি টেইলার্সে কাজ করেন সাগর। তারা দুজন সকালে একটি কাজে উত্তরায় যান। সেখান থেকে মিরপুরের বাসায় ফিরছিলেন। কালসী মোড়ে আসলে সাগরের বুকের বাম পাশে ও গলায় গুলিবিদ্ধ হন। পরে আহত তাকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘সকাল থেকে কালসী এলাকায় অটোরিকশা চালকেরা রাস্তা অবরোধ করে রাখছে। পরে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। তখন গুলি সাগরের শরীরে লাগে।’ 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ‘এক যুবক গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে এসেছে। ওই যুবকের গলায় ও বুকের বাম পাশে গুলির চিহ্ন রয়েছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।’

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি