হোম > সারা দেশ > ঢাকা

মিরপুরের কালসীতে যুবক গুলিবিদ্ধ, চিকিৎসা চলছে ঢাকা মেডিকেলে

ঢামেক প্রতিবেদক

রাজধানীর মিরপুরের কালসীতে গুলিতে সাগর মিয়া (২২) নামে এক যুবক আহত হয়েছেন। সে একটি টেইলার্সে কাজ করতেন। 

আজ রোববার বিকেল ৪টার দিকে কালসী মোড়ে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। 

ওই যুবকককে হাসপাতালে নিয়ে আসা রাকিবুল ইসলাম জানান, ‘তাদের বাসা মিরপুর ১১ নম্বর বাউনিয়াবাদ এলাকায়। ওই এলাকাতেই একটি টেইলার্সে কাজ করেন সাগর। তারা দুজন সকালে একটি কাজে উত্তরায় যান। সেখান থেকে মিরপুরের বাসায় ফিরছিলেন। কালসী মোড়ে আসলে সাগরের বুকের বাম পাশে ও গলায় গুলিবিদ্ধ হন। পরে আহত তাকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘সকাল থেকে কালসী এলাকায় অটোরিকশা চালকেরা রাস্তা অবরোধ করে রাখছে। পরে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। তখন গুলি সাগরের শরীরে লাগে।’ 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ‘এক যুবক গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে এসেছে। ওই যুবকের গলায় ও বুকের বাম পাশে গুলির চিহ্ন রয়েছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।’

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন