হোম > সারা দেশ > ঢাকা

মিরপুরের কালসীতে যুবক গুলিবিদ্ধ, চিকিৎসা চলছে ঢাকা মেডিকেলে

ঢামেক প্রতিবেদক

রাজধানীর মিরপুরের কালসীতে গুলিতে সাগর মিয়া (২২) নামে এক যুবক আহত হয়েছেন। সে একটি টেইলার্সে কাজ করতেন। 

আজ রোববার বিকেল ৪টার দিকে কালসী মোড়ে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। 

ওই যুবকককে হাসপাতালে নিয়ে আসা রাকিবুল ইসলাম জানান, ‘তাদের বাসা মিরপুর ১১ নম্বর বাউনিয়াবাদ এলাকায়। ওই এলাকাতেই একটি টেইলার্সে কাজ করেন সাগর। তারা দুজন সকালে একটি কাজে উত্তরায় যান। সেখান থেকে মিরপুরের বাসায় ফিরছিলেন। কালসী মোড়ে আসলে সাগরের বুকের বাম পাশে ও গলায় গুলিবিদ্ধ হন। পরে আহত তাকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘সকাল থেকে কালসী এলাকায় অটোরিকশা চালকেরা রাস্তা অবরোধ করে রাখছে। পরে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। তখন গুলি সাগরের শরীরে লাগে।’ 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ‘এক যুবক গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে এসেছে। ওই যুবকের গলায় ও বুকের বাম পাশে গুলির চিহ্ন রয়েছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।’

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯