ফরিদপুরে বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার সকালে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা ওই দুই বিএনপি নেতাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল রোববার রাতে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়।
বহিষ্কাররা হলেন ফরিদপুরের মধুখালী পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মুনসুর নান্নু ও আলফাডাঙ্গা উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. নজরুল ইসলাম।
একই সঙ্গে মধুখালী পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফরিদুল ইসলাম সাগরকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ব্যাপারে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা বলেন, দলীয় ভাবমূর্তি ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে তাঁদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।