হোম > সারা দেশ > ঢাকা

নির্বাচনের মাঠে থাকবেন মুক্তিযোদ্ধারা: শাজাহান খান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযোদ্ধারা মাঠে থাকবেন বলে জানিয়েছেন সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য শাজাহান খান। 

আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন ও বীর মুক্তিযোদ্ধাদের দাবি আদায় উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাজাহান বলেন, ‘বিএনপি-জামায়াত পুনরায় নির্বাচন বানচাল ও প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই বিএনপি নতুন পদ্ধতিতে সন্ত্রাস ও নাশকতা সৃষ্টির কৌশলপত্র প্রণয়ন করেছে। তারা দেশে এক রাজনৈতিক সংকট সৃষ্টির জন্য উঠে পড়ে লেগেছে। এ অবস্থায় দেশে সন্ত্রাসমুক্ত পরিবেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে মুক্তিযোদ্ধাদের ভূমিকা রাখার সময় এসেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযোদ্ধারা মাঠে থাকবেন। আমরা বিশ্বাস করি, আগামী নির্বাচনে স্বাধীনতাবিরোধীদের বর্জন করে মুক্তিযুদ্ধের চেতনার দলকে জনগণ ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ করে দেবে।’ 

শাজাহান আরও বলেন, ‘দেশের আটটি বিভাগ ও প্রস্তাবিত দুটি বিভাগে ২২ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানদের নিয়ে সমাবেশ করা হবে। ঢাকার সমাবেশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর দেওয়া তারিখ অনুযায়ী ঢাকার সমাবেশ অনুষ্ঠিত হবে।’ 

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন সংগঠনের সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা ওসমান আলীসহ অন্যরা।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট