করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার নিয়ন্ত্রণে দেশব্যাপী কঠোরতম বিধিনিষেধ চলছে। এর মধ্যে বিশেষ ছাড় পাচ্ছে রোগীবাহী অ্যাম্বুলেন্স ও অন্যান্য জরুরি সেবার পরিবহন। কিন্তু এই সুযোগই নিচ্ছে মাদক কারবারিরা।
জরুরি স্বাস্থ্যসেবার কাজে নিয়োজিত অ্যাম্বুলেন্স থেকে এক মণের বেশি গাঁজা উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গাঁজা বহনকারী অ্যাম্বুলেন্সসহ দুজনকে আটকও করা হয়েছে। আটককৃতরা হলেন, মো. কামরুল হাসান ও এনামুল হক।
গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিমের সহকারী পুলিশ কমিশনার মো. আশরাফুল ইসলাম জানান, গতকাল শুক্রবার যাত্রাবাড়ীর উত্তর দনিয়া এলাকা থেকে বিকেল সাড়ে ৪টায় অ্যাম্বুলেন্স চালক কামরুলকে আটক করা হয়। আর অ্যাম্বুলেন্সের ভেতরে বসা ছিলেন এনামুলকে। অ্যাম্বুলেন্স থেকে ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকা থেকে গাঁজা কিনে ঢাকা শহরের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রি করতেন। মতিঝিল থানায় করা মামলায় তাঁদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।