হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে জাহাজ বিস্ফোরণে আরও এক মরদেহ উদ্ধার, চলছে তদন্ত 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে জ্বালানি তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনায় আরও এক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে নদীতে তল্লাশি চালিয়ে লাশটি উদ্ধার করা হয়।

আজ শনিবার আজকের পত্রিকাকে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন পাগলা নৌ পুলিশের উপপরিদর্শক ইয়ার আলী। তিনি বলেন, ‘এই লাশ উদ্ধারের পর আর কেউ নিখোঁজ নেই। পুড়ে যাওয়া জাহাজটি নদীতে ডুবিয়ে রাখা হয়েছে।’

গত বুধবার দুপুরে বুড়িগঙ্গা নদীতে জ্বালানি তেলবাহী এমভি মনপুরা জাহাজে আকস্মিক বিস্ফোরণের ঘটনা ঘটে। জাহাজে থাকা পাঁচজনের মধ্যে বাঁকের ও বাবুল মোল্লা নামে দুজন স্টাফ বেঁচে যান। আগুনে দগ্ধ হন কামাল নামে একজন। উদ্ধার করা দুইটি লাশের মধ্যে খোকন মিয়ার লাশ আগে উদ্ধার করা হলেও তার দেহ শনাক্ত করার মতো অবস্থা ছিল না।

শুক্রবার নতুন লাশ উদ্ধার হলে তার মুখ দেখে লাশটি ফখরুদ্দিনের বলে নিশ্চিত হয় তার পরিবার। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে ফখরুউদ্দিনের লাশটি দাফনের অনুমতি দেওয়া হয়। অপর লাশটি খোকন মিয়ার বলে প্রাথমিকভাবে নিশ্চিত হলেও ডিএনএ পরীক্ষার পরে হস্তান্তর করা হবে বলে জানায় পুলিশ।

এদিকে বিস্ফোরণের ঘটনায় জেলা প্রশাসনের উদ্যোগে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হক বলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সাকিব আল রাব্বিকে আহ্বায়ক করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, পুলিশ, বিআইডব্লিউটিএ, কোস্ট গার্ড, বিস্ফোরক অধিদপ্তর ও মেঘনা ডিপোকে নিয়ে এই কমিটি গঠিত হয়েছে। কীভাবে এই বিস্ফোরণ ঘটল, কারও কোনো গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির