হোম > সারা দেশ > ঢাকা

ডেমরায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় সড়ক দুর্ঘটনায় আরাফাত (১৭) নামে এক কলেজ শিক্ষার্থী মারা গেছে। এই ঘটনায় আহত হয়েছে বন্ধু তানজিদ হাসান শান্ত (১৭)

শনিবার (৮ মার্চ) রাত সারে ৯টার দিকে আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আরাফাতকে মৃত ঘোষণা করেন। আর ঘটনার সময় বাইকে থাকা নিহতের বন্ধু শান্ত সামান্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে।

আহত শান্ত বলেন, তাদের দুজনের বাসা ডেমরা বামন ভূঁইয়া মসজিদ এলাকায়। দুজনই নারায়ণগঞ্জ আদমজী কলেজের একাদশ শ্রেণির ছাত্র। রাতে দুজন ঘুরতে বের হয়েছিল। মোটরসাইকেল চালাচ্ছিল আরাফাত। ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকার রাস্তায় একটি বাস তাদের সাইট দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করে। এ সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ওপরে পড়ে যায়। এতে হেলমেট না থাকার কারণে আরাফাতের মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরে লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে আরাফাত মারা যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আহত শান্তকে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির