হোম > সারা দেশ > ঢাকা

হো চি মিন ইসলামের ঘটনায় মহিলা পরিষদের নিন্দা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে উইমেন্স ক্যারিয়ার কার্নিভ্যালে অধিকারকর্মী হো চি মিন ইসলাম বক্তব্য দিতে না পারার ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। 

সংগঠনটি মনে করে, তাঁকে আমন্ত্রণ জানিয়েও পরবর্তীকালে বক্তা তালিকা থেকে নাম বাদ দেওয়ায় তাঁর গণতান্ত্রিক অধিকার লঙ্ঘন করা হয়েছে। আজ সোমবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানায় মহিলা পরিষদ। 

সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অন্যতম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে হিরোজ ফর অল এবং আই সোশ্যাল আয়োজিত উইমেন্স ক্যারিয়ার কার্নিভ্যালে অধিকারকর্মী হো চি মিন ইসলামকে বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ হো চি মিন ইসলামের উপস্থিতি প্রতিহত করার জন্য আন্দোলন শুরু করেন এবং পরীক্ষা বর্জনের হুমকি দেন। আন্দোলনের একপর্যায়ে আয়োজক সংস্থার পক্ষ থেকে তাঁর নিরাপত্তার অজুহাতে বক্তার নামের তালিকা থেকে তাঁকে বাদ দেওয়া হয়, যার মাধ্যমে তাঁর গণতান্ত্রিক অধিকার লঙ্ঘন করা হয়েছে। 

মহিলা পরিষদ জানায়, জাতিসংঘের এসডিজির লক্ষ্যমাত্রা অনুযায়ী বাংলাদেশের অঙ্গীকার হলো, কাউকে পিছিয়ে রাখা যাবে না। সেখানে হো চি মিনের বক্তব্য রাখার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন অগ্রহণযোগ্য এবং মানবাধিকারের পরিপন্থী। শিক্ষার্থীদের এ ধরনের আচরণ অনভিপ্রেত, যার দায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও এড়াতে পারে না। 

বাংলাদেশ মহিলা পরিষদ মনে করে, শিক্ষাপ্রতিষ্ঠান ধর্ম, বর্ণ, লিঙ্গ পরিচয়ে সবার সমান অধিকার নিশ্চিত করবে। শিক্ষার্থীদের মানস গঠনেও বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা রাখা প্রয়োজন। বিবৃতিতে ধর্ম, বর্ণ, গোষ্ঠীর মানুষের সহাবস্থান নিশ্চিত করাসহ প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষা ও মানবাধিকার রক্ষায় সবার প্রতি আহ্বান জানানো হয়।

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা