হোম > সারা দেশ > রাজবাড়ী

পদ্মায় ধরা পড়া ৮ কেজির ঢাঁই মাছ ২৬ হাজারে বিক্রি

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

দেশীয় প্রজাতির সুস্বাদু অনেক মাছই এখন বিলুপ্তির পথে। ক্যাটফিস জাতীয় ঢাঁই মাছ সে ধরনেরই একটি বিপন্ন প্রজাতি। কোথাও কোথাও শিলং নামেও এটি পরিচিত। দেখতে আকর্ষণীয় ও পুষ্টিগুণে অনন্য এ মাছের আবাস পদ্মা, মেঘনা, যমুনাসহ বিভিন্ন নদীতে। 

রোববার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে গোয়ালন্দের দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাটের অদূরে পদ্মা নদীতে বিপন্ন প্রজাতির এ রকম একটি ঢাঁই মাছ ধরা পড়েছে। মানিকগঞ্জের জাফরগঞ্জ এলাকার জেলে নাতো হালদারের জালে মাছটি ধরা পড়ে। মাছটির ওজন হয় সাড়ে ৮ কেজি। পরে মাছটি বিক্রি হয়েছে ২৬ হাজার ৩৫০ টাকায়। 

জেলে নাতো হালদার বলেন, দীর্ঘদিন পর নদীতে মাছ শিকারে বের হয়েছিলাম। রোববার সকালে সহযোগীদের নিয়ে ট্রলারে করে পদ্মায় মাছ শিকার করতে যাই। বেশ কিছুদিন হলো নদীতে মাছ নেই বললেই চলে। বেলা ১০টার দিকে জাল ফেলে ১১টার দিকে জাল তুলতেই ঢাঁই মাছটি ভেসে ওঠে। পরে মাছটি বিক্রয়ের জন্য দৌলতদিয়া বাজারে অবস্থিত দুলাল মন্ডলের মৎস্য আড়তে নিয়ে গেলে ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ প্রতি কেজি ৩ হাজার টাকা দরে মোট ২৫ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন। 

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, আজ বেলা ১২টার দিকে দৌলতদিয়া বাজারে অবস্থিত দুলাল মন্ডলের মৎস্য আড়তে মাছটি তোলা হয়। সাড়ে ৮ কেজি ওজনের ঢাঁই মাছটি প্রতি কেজি ৩ হাজার টাকা দরে কিনে নেন। পরে মাছটি বিক্রয়ের জন্য দেশের বিভিন্ন জায়গায় যোগাযোগ করা হলে ঢাকার এক ব্যবসায়ীর কাছে প্রতি কেজিতে ৩ হাজার ১০০ টাকা কেজি দরে মোট সাড়ে ২৬ হাজার ৩৫০ টাকায় বিক্রি করেন। 

গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা শাহ মো. শাহরিয়ার জামান সাবু বলেন, ঢাঁই মাছ দেশীয় বিপন্ন প্রজাতির মাছ। এখন সচরাচর এই মাছ নদীতে পাওয়া যায় না। ঢাঁই মাছ এখন প্রায় বিলুপ্তির পথে। যার কারণে বাজারে ঢাঁই মাছের দাম অনেক বেশি। নদী দূষণের ফলে ঢাঁই মাছ হারিয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে আগামী প্রজন্মের জন্য ঢাঁই মাছ ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। 

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন