গাজীপুরের শ্রীপুর ট্রেলারের চাপায় ফারুক হোসেন (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারুক হোসেন ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ডুমনীকুড়া গ্রামের জমসের আলীর ছেলে। সে শ্রীপুর পৌর এলাকার মাধখলা গ্রামের ইব্রাহীমের বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালাতো।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অপেক্ষমাণ যাত্রী ও পথচারীদের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ময়মনসিংহগামী একটি কন্টেইনারবাহী ট্রেলার উঠে পড়লে ঘটনাস্থলেই একজন মারা যান। এ সময় অন্যান্যরা গাড়ির নিচে চাপা পড়ে। পরে ফায়ার সার্ভিস এসে অন্যান্যদের উদ্ধার করে চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ ঘটনায় কন্টেইনারবাহী ট্রলারটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।