হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে হেফাজতের তাণ্ডব, আ. লীগ অফিস ভাংচুর

প্রতিনিধি, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে হরতাল চলাকালে হেফাজতে ইসলাম ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মিলে আলেম ওলামা পরিষদের ব্যানারে দুই ঘন্টাব্যাপী তাণ্ডব চালিয়েছে। ভেঙ্গে তছনছ করে দিয়েছে জেলা আওয়ামী লীগের অফিস। এ সময় অফিসে থাকা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবিসহ প্রয়াত নেতা কর্মীদের ছবিতে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা।

রোববার সকাল থেকেই হরতালকারীরা অবস্থান নেয় জেলা শহরের শহীদী মসজিদ ও নূর মসজিদ সংলগ্ন রাস্তায়। এ সময় শহরে গাড়ী চলাচল বন্ধ করে দেয় তারা।

বেলা ১২ টার পরপরই হরতাল সমর্থনকারী মাদরাসা ছাত্র লাঠি-সোটা হাতে মিছিল নিয়ে এসে জেলা আওয়ামী লীগ অফিসে হামলা চালিয়ে ভাংচুর করে। ভাংচুর শেষে অফিসের ভেতরে আগুন লাগিয়ে দেয় তারা।

পরে পুলিশ এবং আওয়ামী লীগের কর্মীরা ঘটনাস্থলে পৌছলে সংঘর্ষ বাঁধে। কিছুক্ষণের মধ্যেই রণক্ষেত্রে পরিণত হয় শহরের পুরনো থানা, গৌরাঙ্গ বাজারসহ পুরো স্টেশন রোড।

এ সময় পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। আটক করা হয় কয়েকজনকে হরতাল সমর্থনকারীকে। অন্তত দুই ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে পুলিশের।

জেলা আলেম ওলামা পরিষদের সভাপতি শফিকুর রহমান জালালাবাদী আজকের পত্রিকাকে জানান, আমি আওয়ামী লীগ অফিস ভাংচুর করতে নির্দেশ দেইনি। তবে তাদের লোকজন কার নির্দেশে এ তাণ্ডব চালিয়েছে, এমন প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেননি তিনি।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বলেন, এখন পরিস্থিতি শান্ত। আওয়ামীলীগ অফিস ভাংচুরের বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়াও হবে।

জেলা প্রশাসক মো. শামীম আলম আজকের পত্রিকাকে বলেন, হেফাজতসহ হরতাল সমর্থনকারীদের এমন তাণ্ডবের বিষয়টি কিশোরগঞ্জে অপ্রত্যাশিত। এসব বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন