হোম > সারা দেশ > ঢাকা

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকারের কোনো প্রস্তুতি নেই: ছাত্র ইউনিয়ন

ঢাবি প্রতিনিধি

সিলেট, সুনামগঞ্জসহ সারা দেশের যে ভয়াবহ বন্যা তা গত ১২২ বছরে কেউ দেখেনি। অথচ এমন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকারের কোনো প্রস্তুতি নেই। এমনকি বানভাসি মানুষের কাছে এখনও পর্যন্ত ত্রাণ সহযোগিতা পৌঁছানো হয়নি। জনপ্রতি মাত্র সাড়ে ৬ টাকা বরাদ্দ করে জনগণের সঙ্গে তামাশা করা হচ্ছে। 

আজ বৃহস্পতিবার দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ৫ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। সমাবেশে রাখা বক্তব্যে এ কথা বলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মো. ফয়েজ উল্লাহ। 

সরকারের অপরিকল্পিত উন্নয়ন ও নতজানু পররাষ্ট্রনীতির কারণে জনজীবন আজ সংকটাপন্ন বলেও মন্তব্য করেন ফয়েজ উল্লাহ। 

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন আয়োজিত এ মানববন্ধন থেকে পাঁচ দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো-বন্যাদুর্গত এলাকাগুলোতে দুর্যোগকালীন জরুরি অবস্থা ঘোষণা, বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য চলমান বাজেট থেকে অর্থ বরাদ্দ, বন্যায় ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ত্রাণ এবং পুনর্বাসন নিশ্চিত করা, ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি এবং অসম চুক্তি বাতিল, হাওরাঞ্চলে স্বাভাবিক পানি প্রবাহে বাধা সৃষ্টিকারী সকল অপরিকল্পিত সড়ক, স্থাপনা বাতিল। 

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মো. ফয়েজউল্লাহর সভাপতিত্বে ও সহকারী সাধারণ সম্পাদক মাহির শাহরিয়ার রেজার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি খায়রুল হাসান জাহিন, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি রেজোয়ান হক মুক্ত, ঢাকা মহানগর সংসদের সভাপতি শাহরিয়ার ইব্রাহিম মিমো প্রমুখ। 

মানববন্ধনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতুসহ বিভিন্ন জেলা এবং বিশ্ববিদ্যালয় সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’