হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

গাছ কাটা হলে শোকসভা হবে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে উন্নয়ন প্রকল্পের জন্য কাটা হয়েছে বেশ কিছু গাছ। আরও গাছ চিহ্নিত করা হয়েছে কাটার জন্য। এতে যেমন পরিবেশের ওপর প্রভাব পড়বে, তেমনি আবাস হারাবে পাখপাখালি। তাই প্রতিবাদমুখর হয়ে ওঠেন স্থানীয় পরিবেশকর্মীরা। এ পর্যন্ত তাঁরা বেশ কিছু কর্মসূচি পালন করেছেন। বিভিন্ন দপ্তরে দিয়েছেন স্মারকলিপি। কিন্তু কর্তৃপক্ষ বিষয়টিকে আমলে না নেওয়ায় গতকাল শনিবার সাইকেল শোভাযাত্রা করেছেন তাঁরা।

‘গাছ কাটা হলে শোকসভা হবে’সহ বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে গতকাল সকালে সাইকেল শোভাযাত্রা করে ‘শীতলক্ষ্যাপাড়ের গাছ রক্ষায় নারায়ণগঞ্জবাসী’ নামক সংগঠন। র‍্যালিটি শহরের ৩ নম্বর মাছঘাট এলাকা থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়ায় গিয়ে শেষ হয়।

কর্মসূচির বিষয়ে কবি আরিফ বুলবুল বলেন, ‘শীতলক্ষ্যাপাড়ের গাছ কাটা নিয়ে আমরা মর্মাহত। এই গাছগুলো দীর্ঘদিন ধরে মানুষ ও পাখিদের জন্য বড় আশ্রয়স্থল হিসেবে ছিল। ইতিমধ্যে প্রাকৃতিক পরিচ্ছন্নতাকর্মী হিসেবে পরিচিত কাক আশঙ্কাজনকভাবে কমে গেছে।

এখন গাছের অভাবে বাকি কাকগুলোও হারিয়ে যাবে। সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যেই সাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। আমরা দাবি রাখছি, অবিলম্বে গাছ কাটার এই উদ্যোগ থেকে কর্তৃপক্ষ যেন সরে আসে।’

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যসচিব শুভ দেব, গণসংহতির মহানগর নির্বাহী সমন্বয়ক পপি রাণী সরকার, উঠান থিয়েটারের সংগঠক শোয়েব মনির, আলোকচিত্রী জয় কে রায় চৌধুরী, সংস্কৃতিকর্মী রঞ্জিত কর্মকার, ছাত্র ফেডারেশনের জেলা সহসভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক সৃজয় সাহা প্রমুখ।

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক