হোম > সারা দেশ > ঢাকা

আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক ৫ দিনের রিমান্ডে

টাঙ্গাইল প্রতিনিধি 

মো. আব্দুর রাজ্জাক। ছবি: সংগৃহীত

সাবেক কৃষিমন্ত্রী ও টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাককে টাঙ্গাইলের মধুপুরে ৫ দিনের রিমান্ডে আনা হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় কঠোর নিরাপত্তায় তাঁকে মধুপুর থানায় নিয়ে আসা হয়।

গত ৪ আগস্ট মধুপুরে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় মধুপুরের মালাউড়ীর জাহিদ হাসানের করা মামলায় ড. আব্দুর রাজ্জাককে রিমান্ড আনা হলো।

মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন।

গত ১৪ অক্টোবর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ড. আব্দুর রাজ্জাককে রাজধানীর ইস্কাটন থেকে গ্রেপ্তার করে। পরে তিনটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে ১১ নভেম্বর প্রথমে টাঙ্গাইলে মধুপুর আমলি আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মোহসীন পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আব্দুর রাজ্জাকের বিচার দাবিতে বিক্ষোভ। ছবি: সংগৃহীত

এর আগে টাঙ্গাইল ও মির্জাপুরের পৃথক দুটি মামলার ১০ দিনের রিমান্ড শেষ হয়। তারপর সন্ধ্যায় রাজ্জাককে মধুপুর থানায় আনা হয়। মধুপুর থানা এলাকায় কঠোর নিরাপত্তার মধ্যেও স্থানীয় ছাত্র-জনতা রাজ্জাকের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্লোগান দেয়। সাবেক কৃষিমন্ত্রীকে মধুপুরে আনা হচ্ছে শুনে তারা থানার প্রবেশপথে সমবেত হয়েছিল।

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার