হোম > সারা দেশ > ঢাকা

বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা হবে: উপাচার্য নূরুল আলম

জাবি প্রতিনিধি

প্রশাসনিক পর্ষদসমূহে নির্বাচনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা হবে বলে অভিমত প্রকাশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক নূরুল আলম। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় কালে এ বিষয়ে কথা বলেন উপাচার্য।

উপাচার্য নূরুল আলম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে গণতান্ত্রিক পরিবেশ জরুরি। এ জন্য ডিন, সিনেট, সিন্ডিকেট, অর্থ কমিটি, ছাত্র সংসদ (জাকসু) এবং একাডেমিক কাউন্সিলের সদস্য নির্বাচন নিয়মিত করতে হবে। এসব নির্বাচন আয়োজনে আমাদেরকে সময় দিতে হবে। উপযুক্ত পরিস্থিতিতে নির্বাচন করার জন্য আমার আন্তরিক প্রচেষ্টা থাকবে।’ 

সর্বশেষ ২০১৫ সালের অক্টোবরে সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন, ২০১৬ সালের এপ্রিলে ডিন নির্বাচন, একই বছরের জুন মাসে বিভিন্ন ক্যাটাগরিতে সিন্ডিকেট সদস্য, অর্থ কমিটি ও শিক্ষা পর্ষদে শিক্ষক প্রতিনিধি নির্বাচন এবং ২০১৭ সালের ডিসেম্বরে সিনেটের রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচন অনুষ্ঠিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, জাবিসাসের সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক আবির আব্দুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। 

উপাচার্য আরও বলেন, ‘প্রত্যেক শিক্ষার্থীর আশা থাকে তারা যেন সমাবর্তনের মাধ্যমে সার্টিফিকেট নিয়ে যেতে পারে। আমি দ্রুততম সময়ে সমাবর্তন অনুষ্ঠান আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করব। পাশাপাশি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে দল, মত নির্বিশেষে সকলের সঙ্গে কাজ করতে হবে।’ 

অধ্যাপক নূরুল আলম বলেন, ‘নির্মাণাধীন ৬টি হলের ভেতর দুইটি হলের কাজ প্রায়ই শেষ। বাকিগুলোর কাজও শিগগিরই শেষ হবে। চেষ্টা করছি অতি দ্রুত এসব হলে নবীন শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে। মাননীয় প্রধানমন্ত্রীকে হল নামকরণের প্রস্তাব দেওয়া হবে। আশা করি তিনি সশরীরে হল উদ্বোধন করতে আমাদের প্রিয় ক্যাম্পাসে আসবেন।’ 

এ ছাড়া বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় ধাপের কাজ দ্রুতই শুরু করার আশ্বাস দেন উপাচার্য। এই ধাপে ১০ তলাবিশিষ্ট প্রশাসনিক ভবন, নতুন লাইব্রেরি ভবন ও স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ করা হবে। 

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১