হোম > সারা দেশ > ঢাকা

বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা হবে: উপাচার্য নূরুল আলম

জাবি প্রতিনিধি

প্রশাসনিক পর্ষদসমূহে নির্বাচনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা হবে বলে অভিমত প্রকাশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক নূরুল আলম। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় কালে এ বিষয়ে কথা বলেন উপাচার্য।

উপাচার্য নূরুল আলম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে গণতান্ত্রিক পরিবেশ জরুরি। এ জন্য ডিন, সিনেট, সিন্ডিকেট, অর্থ কমিটি, ছাত্র সংসদ (জাকসু) এবং একাডেমিক কাউন্সিলের সদস্য নির্বাচন নিয়মিত করতে হবে। এসব নির্বাচন আয়োজনে আমাদেরকে সময় দিতে হবে। উপযুক্ত পরিস্থিতিতে নির্বাচন করার জন্য আমার আন্তরিক প্রচেষ্টা থাকবে।’ 

সর্বশেষ ২০১৫ সালের অক্টোবরে সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন, ২০১৬ সালের এপ্রিলে ডিন নির্বাচন, একই বছরের জুন মাসে বিভিন্ন ক্যাটাগরিতে সিন্ডিকেট সদস্য, অর্থ কমিটি ও শিক্ষা পর্ষদে শিক্ষক প্রতিনিধি নির্বাচন এবং ২০১৭ সালের ডিসেম্বরে সিনেটের রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচন অনুষ্ঠিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, জাবিসাসের সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক আবির আব্দুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। 

উপাচার্য আরও বলেন, ‘প্রত্যেক শিক্ষার্থীর আশা থাকে তারা যেন সমাবর্তনের মাধ্যমে সার্টিফিকেট নিয়ে যেতে পারে। আমি দ্রুততম সময়ে সমাবর্তন অনুষ্ঠান আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করব। পাশাপাশি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে দল, মত নির্বিশেষে সকলের সঙ্গে কাজ করতে হবে।’ 

অধ্যাপক নূরুল আলম বলেন, ‘নির্মাণাধীন ৬টি হলের ভেতর দুইটি হলের কাজ প্রায়ই শেষ। বাকিগুলোর কাজও শিগগিরই শেষ হবে। চেষ্টা করছি অতি দ্রুত এসব হলে নবীন শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে। মাননীয় প্রধানমন্ত্রীকে হল নামকরণের প্রস্তাব দেওয়া হবে। আশা করি তিনি সশরীরে হল উদ্বোধন করতে আমাদের প্রিয় ক্যাম্পাসে আসবেন।’ 

এ ছাড়া বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় ধাপের কাজ দ্রুতই শুরু করার আশ্বাস দেন উপাচার্য। এই ধাপে ১০ তলাবিশিষ্ট প্রশাসনিক ভবন, নতুন লাইব্রেরি ভবন ও স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ করা হবে। 

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ