হোম > সারা দেশ > শরীয়তপুর

পদ্মা সেতুর টোল প্লাজার সামনে থেকে শত বছরের পুরোনো মূর্তি উদ্ধার

শরীয়তপুর প্রতিনিধি

পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে থেকে শত বছরের পুরোনো মূর্তিসহ বেশ কিছু প্রাচীন নিদর্শন জব্দ করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ১টার দিকে কলকাতা থেকে ছেড়ে আসা একটি বাস থেকে এসব মালামাল উদ্ধার করে পদ্মা দক্ষিণ থানা-পুলিশ।

এ সময় অবৈধভাবে মূল্যবান মূর্তি পরিবহনের অভিযোগে বাসের যাত্রী জসিম উদ্দিন নামের একজনকে আটক করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন শরীয়তপুরের পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান। 

পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে কলকাতা থেকে ছেড়ে আসা ‘গ্রীন লাইনের’ একটি বাসে অভিযান চালিয়ে শত বছরের পুরোনো অনেক মূল্যবান ৩টি সিংহের মূর্তি, কারুকাজ করা একটি কলস, বিভিন্ন ধরনের পুরাকীর্তি ও দুইটি ভিডিও ক্যামেরা উদ্ধার করে পুলিশ। এসব মূল্যবান পুরাকীর্তি পরিবহনের অভিযোগে জসিম উদ্দিনকে আটক করা হয়। এ সময় অবৈধভাবে আনা এসব পণ্যের কোনো ধরনের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি জসিম। পরে উদ্ধারকৃত সব মালামাল পদ্মা দক্ষিণ থানায় নিয়ে যায় পুলিশ। 

মূর্তিগুলো কিসের তৈরি, কেন এই পথে আনা হয়েছে বিষয়টি তদন্ত করছে পুলিশ। তবে অধিকতর পরীক্ষা শেষেই মূর্তিগুলো সম্পর্কে পরিষ্কারভাবে জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানায় পুলিশ। 

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব