ঢাকা: মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলাটি।
আজ বুধবার সকালে মামলার নথিপত্র আনুষ্ঠানিকভাবে ডিবিতে হস্তান্তর করা হয়।
পুলিশের রমনা জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন অর রশীদ মামলা হস্তান্তরের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলার পরবর্তী কার্যক্রম ডিবিই পরিচালনা করবে।
জানা গেছে, মামলা বুঝে পেলেও এখনো এ মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ করেনি ডিবি।
গতকাল সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে পেশাগত দায়িত্ব পালন করার সময় সেখানে রোজিনা ইসলামকে পাঁচ ঘণ্টারও বেশি সময় অবরোধ করে রেখে হেনস্তা করা হয়। এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে না নিয়ে শাহবাগ থানায় সোপর্দ করা হয়। রাত পৌনে ১২টায় পুলিশ জানায়, রোজিনার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয়েছে। পরে তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ডা. মো. শিব্বির আহমেদ ওসমানী এ মামলা করেন।
এরপর মঙ্গলবার (১৮ মে) সিএমএম আদালতে তোলা হয়ে রোজিনাকে। মামলায় তদন্ত কর্মকর্তা আরিফুর রহমান সরদার (ওসি তদন্ত) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে রোজিনা ইসলামের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত তাঁর রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে রোজিনা ইসলামকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। আগামী ২০ মে রোজিনার জামিন শুনানির দিন ধার্য করা হয়েছে।
আরও পড়ুন:
বৃহস্পতিবার জামিন হবে রোজিনার, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর
সাংবাদিক রোজিনা হেনস্তার ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি
সাংবাদিক রোজিনাকে হেনস্তার প্রতিবাদে ১১ বিশিষ্ট ব্যক্তির বিবৃতি
সাংবাদিক রোজিনার রিমান্ড নামঞ্জুর, জামিন শুনানি বৃহস্পতিবার
সাংবাদিক রোজিনার ৫ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ
সাংবাদিক রোজিনাকে আদালতে নেওয়া হয়েছে
সাংবাদিক রোজিনাকে সচিবালয়ে ৫ ঘণ্টা আটকে রেখে থানায় সোপর্দ
সাংবাদিক হেনস্তা ও গ্রেপ্তারে জাতিসংঘের উদ্বেগ
রোজিনার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ