হোম > সারা দেশ > ঢাকা

রেলে ঈদযাত্রা: প্রথম দিনের মতো ভোগান্তি নেই কমলাপুর স্টেশনে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদযাত্রার প্রথম দিন ছিল গত ১২ জুন, বুধবার। সেদিন রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের বিলম্ব নিয়ে যে ভোগান্তি তৈরি হয়েছিল তা গত দুই দিন আর দেখা যায়নি। সময়মতোই প্রায় সব ট্রেন স্টেশন ছেড়ে যাচ্ছে। 

আজ শুক্রবার কমলাপুর রেলওয়ে স্টেশনে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঈদুল আজহার আর দুই দিন বাকি থাকলেও যে পরিমাণ ভিড় হওয়ার কথা ছিল তেমন ভিড় নেই ট্রেনগুলোতে। যাত্রীরা স্বাচ্ছন্দ্যে ট্রেনে উঠতে পারছে। 

যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালের দিকে উত্তরবঙ্গে ট্রেনগুলোয় একটু ভিড় থাকলেও দুপুর পর্যন্ত সেই ভিড়ে ভাটা পড়ে। তাই সকাল ১০টার পর স্টেশনে যাত্রীদের ভিড় তেমন থাকে না। তবে স্টেশন থেকে ট্রেনে যাওয়ার চেয়ে টিকিট সংগ্রহ এখন কঠিন বিষয়। 

সরেজমিনে দেখা যায়, গত ঈদুল ফিতরের মতো এবারও প্ল্যাটফরম এলাকায় যেন কোনো টিকিটবিহীন ব্যক্তি প্রবেশ করতে না পারে সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে ঢাকা স্টেশনের প্ল্যাটফরম এলাকায় অবাঞ্ছিত কাউকে দেখা যায়নি। 

ঈদযাত্রায় ট্রেনের যাত্রীদের যেন কোনো ভোগান্তিতে পড়তে না হয়, সে জন্য প্ল্যাটফরম এলাকায় প্রবেশের মুখে ‍র‍্যাব, পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) কন্ট্রোলরুম স্থাপন করেছে। প্ল্যাটফরমে প্রবেশের মুখে ট্রাভেলিং টিকিট এক্সামিনারদের (টিটিই) দেখা গেছে যাত্রীদের টিকিট চেক করতে, তবে এনআইডি মিলিয়ে দেখতে দেখা যায়নি এবার। যাদের টিকিট নেই, তাদের ১ থেকে ৬ নম্বর কাউন্টারে গিয়ে দাঁড়িয়ে যাওয়ার টিকিট সংগ্রহ করতে দেখা গেছে। তারপর যাত্রীরা পরিচ্ছন্ন পরিবেশের মধ্য দিয়ে প্ল্যাটফরম হয়ে নির্দিষ্ট গন্তব্যের ট্রেনে উঠছে। 

নির্ধারিত সময়ের পাঁচ মিনিট পরে ৯টা ১৫ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে রংপুর এক্সপ্রেস। এ ছাড়া সকাল সাড়ে ১০টার কিশোরগঞ্জ এক্সপ্রেস ১০টা ৪০-এ স্টেশন ছেড়ে যায়। এ বিষয়ে ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, ‘সকাল থেকে এখন পর্যন্ত প্রতিটি ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে গেছে। এখন আর প্রথম দিনের মতো ট্রেনে কোনো বিলম্ব নেই।’

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে