হোম > সারা দেশ > ঢাকা

সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর কারাগারে

আজকের পত্রিকা ডেস্ক­

কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুরকে (এস কে সুর) গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে দুপুরের পর তাঁকে আটক করে।

বিকেলেই তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতে পাঠানো হয়। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক নাজমুল হোসাইন তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে বিচারক মো. জাকির হোসেন তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতে দুদকের প্রসিকিউশন দপ্তরের সহকারী আদালত পরিদর্শক আক্কাস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৩ অক্টোবর এস কে সুরের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। সম্পদের বিবরণী নোটিশের জবাব না দেওয়ায় তাঁর বিরুদ্ধে একটি নন সাবমিশন মামলা দায়ের করে কমিশন।

আলোচিত পি কে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম আসায় ২০২২ সালে এস কে সুরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। ওই বছরের মার্চে এস কে সুরকে তলব করে দুদক। এরপর সম্পদের হিসাব বিবরণী দাখিল না করায় তাঁর বিরুদ্ধে মামলা করে দুদক। এস কে সুরের স্ত্রী-সন্তানদের বিরুদ্ধেও মামলা করা হয়।

এস কে সুর চৌধুরী ২০১৮ সালের জানুয়ারিতে ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যান।

অভিযোগ আছে, এস কে সুর ডেপুটি গভর্নর থাকাকালে আলোচিত এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) ঋণ কেলেঙ্কারির ঘটনায় সহযোগিতা করেছেন ও সুবিধা নিয়েছেন।

এ ছাড়া পিকে হালদার সংশ্লিষ্টরা আদালতে জবানবন্দিতে বলেছেন অর্থের বিনিময়ে এস কে সুর পিকে হালদারকে সহযোগিতা করতেন।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির