হোম > সারা দেশ > রাজবাড়ী

দৌলতদিয়া ঘাটে নেই যানবাহনের চাপ, স্বস্তিতে ফিরছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ

রাজবাড়ী প্রতিনিধি

দৌলতদিয়া ফেরিঘাটে উঠছে যানবাহন। ছবি: আজকের পত্রিকা

পরিবারের সঙ্গে ঈদ উদ্‌যাপন শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। আজ শুক্রবার সকাল থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও কোনো ধরনের ভোগান্তি ছাড়াই তারা পারাপার হতে পাড়ছে।

সরেজমিন দৌলতদিয়া ঘাটে দেখা গেছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে ঢাকাগামী যানবাহনগুলো সরাসরি ফেরিতে উঠে নির্বিঘ্নে পদ্মা পার হচ্ছে। প্রতিটি ফেরিতে যাত্রী ও যানবাহনের ভিড় থাকলেও ঘাট এলাকায় নেই কোনো বিশৃঙ্খলা। নিরাপত্তা রক্ষায় ঘাটজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে সতর্ক অবস্থানে।

সাতক্ষীরা থেকে আসা যাত্রী সোলেমান মোল্লা বলেন, ‘পরিবেশটা খুবই ভালো। ঈদের আগে কোনো ভোগান্তি ছাড়া বাড়ি যেতে পেরেছি। ফিরতেও কোনো সমস্যা হয়নি, সরাসরি ফেরিতে উঠতে পেরেছি।’

মাগুরা থেকে আসা শফিকুল ইসলাম বলেন, ‘পদ্মা সেতু চালুর আগে এ ঘাটে তীব্র ভোগান্তি পোহাতে হতো। ঘণ্টার পর ঘণ্টা যানজটে বসে থাকতে হতো। এখন সেই দুর্ভোগ নেই, আমরা খুবই খুশি।’

কুষ্টিয়া থেকে আসা হানিফ পরিবহনের যাত্রী মাসুদ রানা বলেন, ‘পদ্মা সেতু চালুর আগে এই সময়ে ফেরিঘাট এলাকায় পাঁচ কিলোমিটার পর্যন্ত যানজট হতো। নদী পার হতে সাত-আট ঘণ্টা লেগে যেত। অথচ এখন এসেই ফেরিতে উঠতে পারছি। যাতায়াতে অনেক স্বস্তি পাচ্ছি।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, ‘সকাল থেকে যাত্রী ও যানবাহনের চাপ কিছুটা বেড়েছে। তবে কোথাও কোনো যানজট বা ভোগান্তি নেই। আজ ও আগামীকাল চাপ আরও বাড়বে। বর্তমানে এই নৌরুটে ছোট-বড় মিলিয়ে ১৭টি ফেরির মাধ্যমে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে।’

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি