হোম > সারা দেশ > রাজবাড়ী

দৌলতদিয়া ঘাটে নেই যানবাহনের চাপ, স্বস্তিতে ফিরছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ

রাজবাড়ী প্রতিনিধি

দৌলতদিয়া ফেরিঘাটে উঠছে যানবাহন। ছবি: আজকের পত্রিকা

পরিবারের সঙ্গে ঈদ উদ্‌যাপন শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। আজ শুক্রবার সকাল থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও কোনো ধরনের ভোগান্তি ছাড়াই তারা পারাপার হতে পাড়ছে।

সরেজমিন দৌলতদিয়া ঘাটে দেখা গেছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে ঢাকাগামী যানবাহনগুলো সরাসরি ফেরিতে উঠে নির্বিঘ্নে পদ্মা পার হচ্ছে। প্রতিটি ফেরিতে যাত্রী ও যানবাহনের ভিড় থাকলেও ঘাট এলাকায় নেই কোনো বিশৃঙ্খলা। নিরাপত্তা রক্ষায় ঘাটজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে সতর্ক অবস্থানে।

সাতক্ষীরা থেকে আসা যাত্রী সোলেমান মোল্লা বলেন, ‘পরিবেশটা খুবই ভালো। ঈদের আগে কোনো ভোগান্তি ছাড়া বাড়ি যেতে পেরেছি। ফিরতেও কোনো সমস্যা হয়নি, সরাসরি ফেরিতে উঠতে পেরেছি।’

মাগুরা থেকে আসা শফিকুল ইসলাম বলেন, ‘পদ্মা সেতু চালুর আগে এ ঘাটে তীব্র ভোগান্তি পোহাতে হতো। ঘণ্টার পর ঘণ্টা যানজটে বসে থাকতে হতো। এখন সেই দুর্ভোগ নেই, আমরা খুবই খুশি।’

কুষ্টিয়া থেকে আসা হানিফ পরিবহনের যাত্রী মাসুদ রানা বলেন, ‘পদ্মা সেতু চালুর আগে এই সময়ে ফেরিঘাট এলাকায় পাঁচ কিলোমিটার পর্যন্ত যানজট হতো। নদী পার হতে সাত-আট ঘণ্টা লেগে যেত। অথচ এখন এসেই ফেরিতে উঠতে পারছি। যাতায়াতে অনেক স্বস্তি পাচ্ছি।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, ‘সকাল থেকে যাত্রী ও যানবাহনের চাপ কিছুটা বেড়েছে। তবে কোথাও কোনো যানজট বা ভোগান্তি নেই। আজ ও আগামীকাল চাপ আরও বাড়বে। বর্তমানে এই নৌরুটে ছোট-বড় মিলিয়ে ১৭টি ফেরির মাধ্যমে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে।’

ঢাকা-১৯ আসন: বিভক্ত জামায়াত, সুযোগ বিএনপির

কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি

মুছাব্বির হত্যা: পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়ে ম্যাজিস্ট্রেটের খাস কামরায় অস্বীকার, কারাগারে বিল্লাল

রাজধানীতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিমানবন্দরের অপহৃত কর্মচারী উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

রাজধানীর কুড়িলে পানির ট্যাংকে শিশুর লাশ, কিশোরী ভাবি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত

হাদি হত্যা: শুটার ফয়সালের ‘সহযোগী’ রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পেল সিআইডি

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে