হোম > সারা দেশ > গাজীপুর

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী আনোয়ার হোসেন (৬৬) নামের মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদি মারা গেছেন। কারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অবস্থার অবনতি হলে তাঁকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আজ সোমবার ভোরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুবরণকারী কয়েদি আনোয়ার হোসেন কুমিল্লার মেঘনা থানার বড়ইয়াকান্দি এলাকার মজিদ সরকারের ছেলে। তিনি ২০১৫ সালের ৯ জানুয়ারি থেকে এ কারাগারে বন্দী ছিলেন। কারাগারে তাঁর মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বন্দী নম্বর ২১০৯।

কাশিমপুর হাই সিকিউরিটির কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, ২০০৬ সালে ঢাকার মতিঝিল থানায় তাঁর বিরুদ্ধে একটি হত্যা মামলা (নম্বর ১২ (৯) ৬) হয়। এ মামলায় বিচারিক আদালত ২০১৪ সালের ৩০ ডিসেম্বর তাঁকে মৃত্যুদণ্ড প্রদান করেন। এরপর ২০১৫ সালের ৯ জানুয়ারি তাঁকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।

জেল সুপার আরও বলেন, আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরেই হার্টের অসুখে ভুগছিলেন। গত ৫ আগস্ট থেকে তিনি কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ সোমবার ভোর পৌনে ৫টার দিকে অবস্থার অবনতি হলে তাঁকে কারা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে আনোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন।
 
সুব্রত কুমার বালা বলেন, ময়নাতদন্ত সম্পন্ন করে আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক