হোম > সারা দেশ > ঢাকা

জাবিতে ভর্তি পরীক্ষার্থীর অভিভাবকের টাকা ছিনতাইয়ের অভিযোগে আটক ১

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলাকালে ছিনতাইয়ের অভিযোগে নূরে আলম (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল ১০টায় সাভারের গেন্ডারিয়ায় একজন ভর্তি পরীক্ষার্থী ও তাঁর অভিভাবকের কাছ থেকে ৩০ হাজার টাকা ছিনতাইয়ের সময় তাঁকে আটক করা হয়। এ সময় ছিনতাই চক্রের আরও দুজন পালিয়ে যায়।

আটক নূরে আলম মিরপুরের বাসিন্দা, তিনি পেশায় রিকশাচালক বলে জানিয়েছেন। 

ঘটনার প্রত্যক্ষদর্শী পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের শিক্ষার্থী হাসান সজীব এবং সরকার ও রাজনীতি বিভাগের শাহরিয়ার শুভ বলেন, ‘ডি ইউনিটে পরীক্ষা দিতে আসা এক ভর্তিইচ্ছু ও তাঁর অভিভাবকের কাছ থেকে ছিনতাইকারীরা ৩০ হাজার টাকা ছিনতাই করে। আমরা টাকা উদ্ধারের ব্যবস্থা করেছি এবং ওই অভিভাবককে টাকা পৌঁছে দিয়েছি। ছিনতাইকারীকে প্রক্টর অফিসে হস্তান্তর করা হয়েছে।’ 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, ‘শিক্ষার্থীরা এক ছিনতাইকারীকে আটক করেছে। ছিনতাই করা টাকা উদ্ধার হয়েছে। অভিযুক্তকে আশুলিয়া থানায় সোপর্দ করা হয়েছে।’ 

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ