হোম > সারা দেশ > ঢাকা

সিগারেট নিয়ে লিফটে উঠতে নিষেধ করায় জাবি শিক্ষার্থীকে মারধর

জাবি প্রতিনিধি

নাইমুর রহমান দূর্জয়। ছবি: সংগৃহীত

সিগারেট নিয়ে লিফটে উঠতে নিষেধ করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নাইমুর রহমান দুর্জয় নামের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের নেতার বিরুদ্ধে। এই ঘটনার বিচার চেয়ে হল প্রাধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী।

গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ হলের ৪ নম্বর লিফটের সামনে এই ঘটনা ঘটে।

দুর্জয় বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী। অন্যদিকে অভিযুক্ত ছাত্রদল নেতার নাম পারভেজ মোশাররফ। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও মাইক্রোবায়োলজি বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী।

অভিযোগপত্রে নাইমুর রহমান দুর্জয় উল্লেখ করেন, ‘১৩ ফেব্রুয়ারি দুপুরে হলের নিচতলায় ৪ নম্বর লিফট থেকে বের হতে গেলে পারভেজ মোশাররফকে (মাইক্রোবায়োলজি, ৪৯ ব্যাচ) সিগারেট নিয়ে লিফটের ভেতরে প্রবেশ করতে দেখি। আমি এতে বাধা দিলে তিনি আমার গায়ে হাত তোলেন এবং মারধর করেন।

পরবর্তীকালে আমাকে “শিবির” বলে ট্যাগ দেন এবং হলের ভেতরে মারার হুমকি দেন।’ এ ছাড়া তিনি অভিযোগপত্রে হলে অনিরাপদ বোধ করার কথা উল্লেখ করেন এবং এই ঘটনার যথাযথ বিচার দাবি করেন।

এ বিষয়ে ছাত্রদল নেতা পারভেজ মোশাররফের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে সাড়া না পাওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি। তবে সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. লুৎফুল এলাহী আজকের পত্রিকাকে বলেন, ‘আমাকে ফোন দিয়েছিল ওই শিক্ষার্থী। আমি ঘটনাটি জেনেছি। তবে হল অফিস বন্ধ থাকায় অভিযোগপত্রটি হাতে পাইনি। অভিযোগপত্র পেলে একটা তদন্ত কমিটি গঠন করব। তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।’

ঢাকা-১৯ আসন: বিভক্ত জামায়াত, সুযোগ বিএনপির

কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি

মুছাব্বির হত্যা: পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়ে ম্যাজিস্ট্রেটের খাস কামরায় অস্বীকার, কারাগারে বিল্লাল

রাজধানীতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিমানবন্দরের অপহৃত কর্মচারী উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

রাজধানীর কুড়িলে পানির ট্যাংকে শিশুর লাশ, কিশোরী ভাবি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত

হাদি হত্যা: শুটার ফয়সালের ‘সহযোগী’ রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পেল সিআইডি

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে