হোম > সারা দেশ > ঢাকা

গেন্ডারিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে বাগ্‌বিতণ্ডা, যুবলীগ নেতার গুলিতে বিএনপি নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গেন্ডারিয়ায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডার জের ধরে যুবলীগ নেতার গুলিতে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে বসুবাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান।

নিহত বিএনপি নেতা হলেন আনিসুর রহমান আনিস (৪৫)। তিনি ৪০নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তাকে গুলি করেন ৪০নং ওয়ার্ড যুবলীগের সভাপতি তিতাস।

ওসি মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বিএনপি নেতা আনিসুর রহমান এবং যুবলীগ নেতা তিতাসের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে আনিসকে গুলি করেন তিতাস। সিসি ক্যামেরায় ঘটনা দেখা গেছে, পেছন থেকে গুলি করা হয়। এরপর মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সোয়া ৬টায় মারা যান আনিস।

চিকিৎসকেরা জানান, মৃত ব্যক্তির মাথায় একটি ও পেটে দুটি গুলির চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

হাসপাতালে নিহতের ভাই মো. নাদিম বলেন, তাঁদের বাসা নারিন্দা গুরুদাস সরকার লেন এলাকায়। বাবার নাম মো. শহিদ। আনিস বায়তুল মোকাররম এলাকায় আংটি-পাথর ও আতরের ব্যবসা করতেন। তিনি অবিবাহিত ছিলেন।

এঘটনায় জড়িত আনিসকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান মোস্তাফিজুর রহমান।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন