হোম > সারা দেশ > ঢাকা

গেন্ডারিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে বাগ্‌বিতণ্ডা, যুবলীগ নেতার গুলিতে বিএনপি নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গেন্ডারিয়ায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডার জের ধরে যুবলীগ নেতার গুলিতে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে বসুবাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান।

নিহত বিএনপি নেতা হলেন আনিসুর রহমান আনিস (৪৫)। তিনি ৪০নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তাকে গুলি করেন ৪০নং ওয়ার্ড যুবলীগের সভাপতি তিতাস।

ওসি মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বিএনপি নেতা আনিসুর রহমান এবং যুবলীগ নেতা তিতাসের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে আনিসকে গুলি করেন তিতাস। সিসি ক্যামেরায় ঘটনা দেখা গেছে, পেছন থেকে গুলি করা হয়। এরপর মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সোয়া ৬টায় মারা যান আনিস।

চিকিৎসকেরা জানান, মৃত ব্যক্তির মাথায় একটি ও পেটে দুটি গুলির চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

হাসপাতালে নিহতের ভাই মো. নাদিম বলেন, তাঁদের বাসা নারিন্দা গুরুদাস সরকার লেন এলাকায়। বাবার নাম মো. শহিদ। আনিস বায়তুল মোকাররম এলাকায় আংটি-পাথর ও আতরের ব্যবসা করতেন। তিনি অবিবাহিত ছিলেন।

এঘটনায় জড়িত আনিসকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান মোস্তাফিজুর রহমান।

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে