হোম > সারা দেশ > ঢাকা

গেন্ডারিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে বাগ্‌বিতণ্ডা, যুবলীগ নেতার গুলিতে বিএনপি নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গেন্ডারিয়ায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডার জের ধরে যুবলীগ নেতার গুলিতে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে বসুবাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান।

নিহত বিএনপি নেতা হলেন আনিসুর রহমান আনিস (৪৫)। তিনি ৪০নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তাকে গুলি করেন ৪০নং ওয়ার্ড যুবলীগের সভাপতি তিতাস।

ওসি মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বিএনপি নেতা আনিসুর রহমান এবং যুবলীগ নেতা তিতাসের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে আনিসকে গুলি করেন তিতাস। সিসি ক্যামেরায় ঘটনা দেখা গেছে, পেছন থেকে গুলি করা হয়। এরপর মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সোয়া ৬টায় মারা যান আনিস।

চিকিৎসকেরা জানান, মৃত ব্যক্তির মাথায় একটি ও পেটে দুটি গুলির চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

হাসপাতালে নিহতের ভাই মো. নাদিম বলেন, তাঁদের বাসা নারিন্দা গুরুদাস সরকার লেন এলাকায়। বাবার নাম মো. শহিদ। আনিস বায়তুল মোকাররম এলাকায় আংটি-পাথর ও আতরের ব্যবসা করতেন। তিনি অবিবাহিত ছিলেন।

এঘটনায় জড়িত আনিসকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান মোস্তাফিজুর রহমান।

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের