হোম > সারা দেশ > ঢাকা

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

ঢামেক প্রতিবেদক

ফাইল ছবি

রাজধানীর খিলগাঁওয়ের সিপাহীবাগ এলাকায় নজরুল ইসলাম মোল্লা (৪৩) নামে এক পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। স্বজনদের অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁকে পিটিয়ে মেরেছেন।

আজ শনিবার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নজরুলের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

নিহতের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার পাঙ্গাশিয়া গ্রামে। বাবার নাম রহিম মোল্লা। খিলগাঁও সিপাহীবাগ উত্তর গোড়ান চারতলা গলি এলাকায় এক ভাড়া বাসায় স্ত্রী আকলিমা বেগমসহ দুই সন্তানকে নিয়ে থাকতেন তিনি। কাছেই পুরি-শিঙাড়া বিক্রি করতেন।

নজরুলের মামা কামাল হোসেন জানান, ইয়াবা সেবন করার পাশাপাশি বিক্রিও করতেন তিনি। খিলগাঁও থানায় তাঁর নামে মাদক মামলা রয়েছে।

ঘটনা সম্পর্কে কামাল হোসেনের দাবি, গতকাল শুক্রবার রাত ১১টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নজরুলের বাসায় ঢুকে স্ত্রী-সন্তানদের সামনে তাঁকে অনেক মারধর করেন। পরে নজরুল ও তাঁর স্ত্রীকে বাসাবো ক্যাম্পে নিয়ে যান তাঁরা। সেখানেও নজরুলকে বেধড়ক মারধর করা হয়। মারধরের একপর্যায়ে আজ শনিবার ভোর ৪টার দিকে তিনি অচেতন হয়ে পড়লে তাঁর স্ত্রীকে হাজার টাকা দিয়ে তাঁকে মুগদা হাসপাতালে নিয়ে যেতে বলেন বাহিনীর দুই সদস্য। এরপর গুরুতর আহত নজরুলকে মুগদা হাসপাতালে নিয়ে যান আকলিমা। সেখান থেকে তাঁকে খিলগাঁও থানার পুলিশের সহায়তায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নজরুলের হাতে-পিঠে মারধরের একাধিক দাগ ছিল বলে দাবি তাঁর স্বজনদের।

এ বিষয়ে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, ‘খিলগাঁওয়ের বাসা থেকে নজরুলকে তাঁর স্বজনেরা মুগদা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে থানার পুলিশের সহায়তায় ঢামেক হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় আমরা এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে