হোম > সারা দেশ > মাদারীপুর

স্ত্রীর যৌতুকের মামলায় দিল্লিতে নিযুক্ত পররাষ্ট্র কর্মকর্তা কারাগারে

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে স্ত্রীর করা যৌতুকের মামলায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আব্দুল ওয়াদুদ আকনকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তিনি আদালতে হাজির হয়ে জামিন চাইলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক মো. সাজিদ উল হাসান চৌধুরী তা নামঞ্জুর করে কারাগারে পাঠানো আদেশ দেন। 

পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা মো. আব্দুল ওয়াদুদ আকন ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার তারাটি পশ্চিম চরপাড়া গ্রামের বাসিন্দা। নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে কাউন্সিলর (রাজনৈতিক ১) হিসেবে কর্মরত।

মাদারীপুর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম কিবরিয়া আজকের পত্রিকাকে বলেন, ২০২২ সালে ৭ অক্টোবর ৪০ লাখ টাকা ও ঢাকার আফতাব নগরে পাঁচ কাঠা জমির প্লট যৌতুক দাবির অভিযোগ এনে আসামির বিরুদ্ধে তাঁর স্ত্রী জারিন রাফা নীলান্তি আদালতে মামলা করেন। এই মামলায় আজ তিনি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। বিচারক না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৯ সালে ১৭ এপ্রিল মামলার বাদী জারিন রাফা নীলান্তির (২৬) সঙ্গে মো. আব্দুল ওয়াদুদ আকনের (৩৭) বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের একটি কন্যা সন্তান আছে। ২০২২ সালে ৭ অক্টোবর বাদীর মাদারীপুরের এক আত্মীয়ের বাসায় আসামি স্ত্রীর কাছে ৪০ লাখ টাকা ও আফতাব নগরে পাঁচ কাঠা জমির প্লট যৌতুক দাবি করেন। 

এ বিষয়ে বাদী জারিন রাফা নীলান্তির মোবাইলে কল করা হলে তিনি রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ

জাজিরায় বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবকের মরদেহ উদ্ধার

স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন

স্বেচ্ছাসেবক দলনেতা হত্যা: শনাক্ত হয়নি কেউ, স্ত্রীর মামলা

কেরানীগঞ্জে নারী কারারক্ষীর স্বর্ণালংকার ও টাকা ছিনতাই

এনসিপির আধিপত্যবাদবিরোধী মার্চে পুলিশের বাধা

ডেমরায় ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদে অছিম পরিবহনের বাস চলাচল বন্ধ