হোম > সারা দেশ > ঢাকা

থানায় বিষপানে নারীর মৃত্যু, ৩ পুলিশ বরখাস্ত

ঢামেক প্রতিবেদক

ভাটারা থানা। ছবি: সংগৃহীত

রাজধানীর ভাটারা থানায় পুলিশের হেফাজতে থাকা অবস্থায় ফিরোজা আশরাফী (২৭) নামের এক নারী বিষ পান করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে।

এ ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে ভাটারা থানার তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করে রাজারবাগ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। বরখাস্ত পুলিশ সদস্যরা হলেন এসআই (নিরস্ত্র) জামাল হোসেন, নারী কনস্টেবল শারমিন ও নাছিমা।

পুলিশ সূত্রে জানা গেছে, ফিরোজা আশরাফীর সঙ্গে স্বামী ইসমাইল সুজনের দাম্পত্য কলহ চলছিল। ফিরোজা বসুন্ধরা আবাসিক এলাকায় থাকতেন, আর তাঁর স্বামী থাকতেন পল্লবীতে। গতকাল বৃহস্পতিবার ভোররাতে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেন আশরাফী। পরে নিজেই তাঁকে নিয়ে যান এভারকেয়ার হাসপাতালে।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে ওই নারীর স্বামীর আত্মীয়স্বজন তাঁকে আটক করে ৯৯৯-এ ফোন দেন। ঘটনাটি মিরপুর এলাকায় হওয়ায় পল্লবী থানা থেকেও ওই নারীকে আটক করার জন্য বার্তা পাঠানো হয়।

ওসি আরও বলেন, পরে ভাটারা থানা-পুলিশের একটি দল হাসপাতাল থেকে ওই নারীকে আটক করে নিয়ে আসে। ঘটনাটি ভাটারা থানায় না হওয়ায় ওই নারীকে হাজতে না রেখে থানার নারী ও শিশু ডেস্কের সামনে রাখা হয়। সেখানে দুই নারী কনস্টেবলকে পাহারায় রাখা হয়। কিন্তু একসময় সেখানে বসা অবস্থায় ওষুধের কথা বলে কৌশলে নিজের কাছে থাকা বিষ পানের পর অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁকে নেওয়া হয় কুর্মিটোলা হাসপাতালে। পরে গতকাল রাতে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পল্লবী থানার ওসি শফিউল আলম বলেন, ওই নারী ও তাঁর স্বামী দুজনেরই দ্বিতীয় বিয়ে। পারিবারিক নানা বিষয় নিয়ে তাঁদের মধ্যে কলহ চলছিল।

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও ২ আসামি কারাগারে

‘যেকোনো মুহূর্তে’ যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকায় ঘন কুয়াশা : ৮ ফ্লাইট নামল চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে

ঘন কুয়াশায় সাড়ে ১৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু

তারেক রহমানের ওসমান হাদির কবর জিয়ারতকে ঘিরে শাহবাগ এলাকায় কড়া নিরাপত্তা

হাদির কবর জিয়ারতে আসবেন তারেক রহমান, শাহবাগ মোড় থেকে সরে গেল ইনকিলাব মঞ্চ