হোম > সারা দেশ > ঢাকা

ডেসকোর অফিসে মশার লার্ভা নেই, ফুল দিয়ে শুভেচ্ছা জানাল ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মশকনিধন অভিযান পরিচালনাকালে মিরপুর ১৩নং সেকশনে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) অফিসে মশার লার্ভা পাওয়া যায়নি। অফিসের পরিবেশ পরিচ্ছন্ন ও সুন্দর রাখায় ডেসকোর কর্মকর্তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ডিএনসিসির কর্মকর্তারা।

আজ মঙ্গলবার ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে ডিএনসিসির অঞ্চল-২-এর আওতাধীন মিরপুর ১৩নং সেকশন এলাকায় মশকনিধন অভিযান পরিচালনাকালে ডেসকোর অফিসের ভবন, বারান্দা, বেজমেন্ট, ছাদ ও খোলা জায়গায় কোথাও জমা পানি পাওয়া যায়নি। পুরো অফিস পরিচ্ছন্ন। এ কারণে ডেসকোর নির্বাহী প্রকৌশলী মো. সাদেকুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল একেএম শফিকুর রহমান এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান।

একেএম শফিকুর রহমান বলেন, ‘অভিযানে ডেসকোর অফিসের ভবন, বারান্দা, বেজমেন্ট, ছাদ ও খোলা জায়গা পরিদর্শন করে কোথাও জমা পানি পাওয়া যায়নি। পুরো অফিসের পরিবেশ ছিল পরিষ্কার পরিচ্ছন্ন। এডিসের লার্ভা যেন জন্মাতে না পারে সে জন্য তারা পুরো অফিসটি নিয়মিত পরিষ্কার রাখছে, জমা পানি ফেলে দিচ্ছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে এই সচেতনতা অত্যন্ত জরুরি। তাই ডেসকোকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছি।’

প্রসঙ্গত, এর আগে গত ১০ জুলাই রাজধানীর কারওয়ান বাজারে চারটি সরকারি সংস্থার ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় জরিমানা করেছে ডিএনসিসি। সংস্থাগুলো হলো পেট্রোবাংলা, টিসিবি, যমুনা অয়েল ভবন ও বিটিএমসি ভবন। প্রত্যেক প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়। সরকারি প্রতিষ্ঠানে মশার লার্ভা পাওয়ার বিষয়ে তখন মেয়র আতিকুল ইসলাম বলেছিলেন, ‘সরকারি প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া খুবই দুঃখজনক এবং অত্যন্ত হতাশাজনক। এসব সরকারি প্রতিষ্ঠানের সভার সঙ্গে মিটিং হয়েছে, তারা বলেছে দায়িত্ব পালন করবে। কিন্তু এই দায়িত্ব পালন শুধু মুখে মুখেই, বাস্তবে কেউ দায়িত্ব পালন করছে না। দায়িত্ব পালন করলে সরকারি প্রতিষ্ঠানে মশার লার্ভা পেতাম না।’

রাজধানীর কদমতলীতে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিল্পপতি-কোটিপতিরা ভোটের লড়াইয়ে

কেরানীগঞ্জে সড়কে পৃথক দুর্ঘটনা, নিহত ২

ওসমান হাদি হত্যায় ১৭ আসামির কার কী ভূমিকা

ভিডিওটি শুটার ফয়সালের, এটা ঠিক, কিন্তু সে দুবাইয়ে নেই: ডিবিপ্রধান

চোর সন্দেহে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা: সম্পূরক অভিযোগপত্রে আসামি ঢাবির আরও ৭ শিক্ষার্থী

হাদি হত্যায় যুবলীগ নেতা বাপ্পীর সংশ্লিষ্টতা, শুটার ফয়সালসহ অভিযোগপত্রে আসামি ১৭: ডিবি

কেরানীগঞ্জে বিপুল পরিমাণ জাটকা জব্দ

কেরানীগঞ্জে আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদের জমি-গাড়ি জব্দ করে ‘রিসিভার’ নিয়োগ