হোম > অপরাধ > ঢাকা

অবৈধ মানি এক্সচেঞ্জের সঙ্গে বাশারের হুন্ডি ব্যবসা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মতিঝিলে ওয়েলকাম মানি এক্সচেঞ্জ নামের এক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে আবুল বাশার নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

পুলিশ বলছে, অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন বাশার। অবৈধ মানি এক্সচেঞ্জের সঙ্গে তিনি হুন্ডি ব্যবসাও করতেন। 

আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্য ও সহযোগিতায় বাশারকে গ্রেপ্তার করে সিআইডি। গ্রেপ্তারের সময় তাঁর কাছে থেকে ৯৬ লাখ ৬৬ হাজার ৫৬০ টাকা উদ্ধার করা হয়। এর বাইরেও বেশ কিছু বিদেশি মুদ্রা জব্দ করে। 

এনএসআই ও সিআইডি সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। 

জানা যায়, গ্রেপ্তার আবুল বাশারের বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলায়। বর্তমানে মতিঝিলে থাকতেন। গ্রেপ্তারের সময় নিজেকে এই মানি এক্সচেঞ্জের মালিক ও জমির দালাল হিসেবে পরিচয় দেন। 

বর্তমানে বাংলাদেশে ২৩৫টি লাইসেন্সধারী বৈধ মানি এক্সচেঞ্জ রয়েছে। তবে সিআইডির তথ্য অনুযায়ী, বাংলাদেশে ১ হাজারের বেশি অবৈধ মানি এক্সচেঞ্জ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ ছাড়া অনেকে নাম-ঠিকানাবিহীন ভাসমান অবস্থায় হাতে-হাতে, কাঁধে ব্যাগ বহন করে মতিঝিল, গুলশান, উত্তরা এবং বিমানবন্দরসহ বিভিন্ন এলাকায় অবৈধ ব্যবসা করে আসছে। অবৈধ এই মানি এক্সচেঞ্জের প্রতিটিতে দৈনিক গড়ে ৭০ থেকে ৭৫ লাখ টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয় হয়।

মিরপুরে খাঁচা থেকে বেরিয়ে এল সিংহী, আর চিড়িয়াখানা থেকে দর্শনার্থীরা

গুলশানে ৫৪০ বোতল বিদেশি মদ জব্দ, গ্রেপ্তার ১

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি