হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ফতুল্লায় গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে মা-মেয়ে দগ্ধ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সদর উপজেলার টাগারপাড় এলাকায় গ্যাসলাইনের লিকেজ থেকে আগুন লেগে মা ও শিশুকন্যা দগ্ধ হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। 

দগ্ধরা হলেন মা নার্গিস আক্তার (২৮) ও শিশুকন্যা মরিয়ম আক্তার (৬)। 

প্রত্যক্ষদর্শী সোলাইমান বলেন, ‘আহত নার্গিসের স্বামী মনির আমাদের পরিচিত। গতকাল দিবাগত রাতে স্থানীয়রা জানায় নার্গিসের বাসায় আগুন লেগেছে। দ্রুত তাঁদের বাসায় গিয়ে আহতাবস্থায় নার্গিস ও শিশু মরিয়মকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাই। পরে জানতে পারি, গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে এ ঘটনা ঘটেছে।’ 

ফতুল্লার বিসিক ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার জহিরুল ইসলাম আগুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার টাগারপাড় এলাকায় আহত নার্গিস আক্তারের বাড়িতে এ আগুনের ঘটনা ঘটে। পরে তাঁকে ও তাঁর শিশুকন্যাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানো হয়েছে। 

এ বিষয়ে হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. আইউব হোসেন বলেন, আগুনে পুড়ে যাওয়া দুজনেরই অবস্থা আশঙ্কাজনক। নার্গিসের শরীরের ৭০ শতাংশ ও শিশু মরিয়মের শরীর ৫৫ শতাংশ পুড়ে গেছে।

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান