হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ফতুল্লায় গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে মা-মেয়ে দগ্ধ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সদর উপজেলার টাগারপাড় এলাকায় গ্যাসলাইনের লিকেজ থেকে আগুন লেগে মা ও শিশুকন্যা দগ্ধ হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। 

দগ্ধরা হলেন মা নার্গিস আক্তার (২৮) ও শিশুকন্যা মরিয়ম আক্তার (৬)। 

প্রত্যক্ষদর্শী সোলাইমান বলেন, ‘আহত নার্গিসের স্বামী মনির আমাদের পরিচিত। গতকাল দিবাগত রাতে স্থানীয়রা জানায় নার্গিসের বাসায় আগুন লেগেছে। দ্রুত তাঁদের বাসায় গিয়ে আহতাবস্থায় নার্গিস ও শিশু মরিয়মকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাই। পরে জানতে পারি, গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে এ ঘটনা ঘটেছে।’ 

ফতুল্লার বিসিক ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার জহিরুল ইসলাম আগুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার টাগারপাড় এলাকায় আহত নার্গিস আক্তারের বাড়িতে এ আগুনের ঘটনা ঘটে। পরে তাঁকে ও তাঁর শিশুকন্যাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানো হয়েছে। 

এ বিষয়ে হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. আইউব হোসেন বলেন, আগুনে পুড়ে যাওয়া দুজনেরই অবস্থা আশঙ্কাজনক। নার্গিসের শরীরের ৭০ শতাংশ ও শিশু মরিয়মের শরীর ৫৫ শতাংশ পুড়ে গেছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন