হোম > সারা দেশ > ঢাকা

কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবিতে ঢাবি-বুয়েট শিক্ষার্থীদের শাহবাগ ব্লকেড

ঢাবি সংবাদদাতা

মঙ্গলবার (২২ এপ্রিল) রাত পৌনে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা শাহবাগে এসে এ ব্লকেড শুরু করেন। ছবি: আজকের পত্রিকা

খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড (অবরোধ) কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ এপ্রিল) রাত পৌনে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা শাহবাগে এসে এ ব্লকেড শুরু করেন। রাত ১১টার পর বুয়েটের শিক্ষার্থীরা তাঁদের সঙ্গে যোগ দেন।

সরেজমিনে দেখা যায়, শাহবাগ চত্বরের চারদিকে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। এই অবস্থানের কারণে শাহবাগের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে শাহবাগের চারদিকের সড়কে ক্রমান্বয়ে যানজট বাড়তে থাকে। শাহবাগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুত থাকলেও সাড়ে ১১টা পর্যন্ত তাঁদের কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাত পৌনে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা শাহবাগে এসে এ ব্লকেড শুরু করেন। ছবি: আজকের পত্রিকা

শাহবাগের অবস্থান থেকে শিক্ষার্থীরা কুয়েটের উপাচার্যের পদত্যাগ চেয়ে নানা স্লোগান দেন। মিছিলে তাঁরা ‘দফা এক দাবি এক, কুয়েট ভিসির পদত্যাগ’, ‘কুয়েট ভিসি চায় কী, গোলামি আর দালালি’; ‘দালালি আর করিস না, পিঠের চামড়া থাকবে না’, ‘আমার ভাই অনশনে, ভিসি কেন সিংহাসনে’ ইত্যাদি স্লোগান দেন।

ব্লকেড কর্মসূচির অন্যতম সংগঠক শাহেদ ইমন বলেন, ‘আমরা এক থেকে দেড় ঘণ্টা এ কর্মসূচি অব্যাহত রাখব।’

আব্দুর রহমান ফাহাদ বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে ব্লকেড চলমান রাখব। প্রশাসন থেকে দাবি পূরণের কোনো আশ্বাস না পাওয়া পর্যন্ত আমাদের এ কর্মসূচি চলবে।’

এর আগে রাত ৮টায় মধুর ক্যানটিনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা কুয়েট উপাচার্যকে মঙ্গলবার রাত ১০টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দেন। এর মধ্যে পদত্যাগ না করলে তাঁরা শাহবাগ ব্লকেডের ঘোষণা দেন।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক