হোম > সারা দেশ > ঢাকা

সভাপতির দায়িত্ব নিলেন ব্যারিস্টার খোকন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব নিয়েছেন বিএনপি–জামায়াত সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বারের মিলনায়তনে বার্ষিক সাধারণ সভায় ২০২৪–২০২৫ সনের জন্য নির্বাচিত নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে বিদায়ী কমিটি। 

এ সময় নতুন কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়। তবে বিদায়ী সভাপতি ফুল দিলেও তা গ্রহণ করেননি ব্যারিস্টার খোকন। এ ছাড়া সভাপতিসহ ১১ জন দায়িত্ব গ্রহণ করলেও ছিলেন না বিএনপি–জামায়াত প্যানেল থেকে নির্বাচিত তিনজন সদস্য।  

দায়িত্ব গ্রহণের পর সভাপতির বক্তব্যে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, দল–মতের ঊর্ধ্বে থেকে কাজ করার চেষ্টা করব। সুপ্রিম কোর্টের পরিবেশ ঠিক করতে হবে। আইনজীবীদের বসার জায়গা নেই। সবাই মিলে নতুন ভবন করতে হবে। বার কাউন্সিল অকার্যকর হয়ে গেছে। অনেক আইনজীবীর প্রশিক্ষণ নেই। প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব আমাদের। 

এর আগে দায়িত্ব গ্রহণ নিয়ে সুপ্রিম কোর্ট বারের হলরুমে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভা করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। সে সময় দায়িত্ব গ্রহণের বিষয়ে জানতে চাইলে উপস্থিত আইনজীবীরা তাতে হ্যা সূচক জবাব দেন। 

সেখানে সংবাদ সম্মেলনে ব্যারিস্টার খোকন বলেন, ‘শুরুতে আমাদের প্যানেলের ১৩ জন এগিয়ে ছিল। পরে ভোট হয় সলিমের, দেয় করিমকে।’ 

খোকন বলেন, ‘আমাদের দলের মধ্যেই সমস্যা। কেন ভোট গণনায় না গিয়ে ওয়াকওভার দিতে চাইলো? যেসব ডিএজি–এএজিরা ভোট গণনা করেছে তারা কিছুদিন পর বিচারপতি হবে। সেদিন (ভোট গণনার সময়) আমরা থাকলে সেক্রেটারিও বিজয়ী হতো। কমপক্ষে ১২–১৩ টি পেতাম। নির্বাচন বর্জন হয়, কিন্তু কোনো দিন গণনা বর্জন করা শুনিনি। কার স্বার্থে গণনা বর্জন করলেন? সিদ্ধান্ত মানি, তবে গণতন্ত্রের পক্ষে থাকলে।’

এবারের নির্বাচনে বিজয়ী হওয়া সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনসহ বিএনপি সমর্থক চারজনকে দায়িত্ব গ্রহণ থেকে বিরত থাকতে গত ২৭ মার্চ চিঠি দেওয়া হয়। অপর তিনজন হলেন বারের নির্বাচিত সদস্য শফিকুল ইসলাম, ফাতিমা আক্তার ও সৈয়দ ফজলে এলাহি অভি। 

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এজে মোহাম্মদ আলী ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, গত ৬ ও ৭ই মার্চ অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। বিগত দুবছরের মত এবারের নির্বাচনেও ক্ষমতাসীনরা নজিরবিহীনভাবে ভোট জালিয়াতী, কারচুপি ও মনগড়া ফলাফল ঘোষণা করেছে।

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ, মিরপুরে দোকানি আহত

টঙ্গীতে বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই, আহত ২

দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় ময়লার গাড়ির চালক কারাগারে

র‍্যাবের পোশাকে ডাকাতির নাটক করে লাখ টাকা লুট, গ্রেপ্তার ৬

কেরানীগঞ্জে সাড়ে ১১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে

কেন্দ্রীয় কারাগারে বন্দীর ঢামেকে মৃত্যু

১০ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জের মার্কেটের আগুন

আমরা প্রাইম টার্গেটকে খুঁজছি: ডিএমপি কমিশনার

মতিঝিলে ছিনতাইকারীর কবলে ইডেনের ছাত্রী