ঝিনাইদহের নবগঙ্গা নদী ওপর আড়াআড়িভাবে দেওয়া মাটির বাঁধ অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে সীমানা জরিপ করে দখলকারীদের তালিকা দাখিল করতে জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।
জনস্বার্থে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে বাঁধ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে তা যুক্ত করে রিট করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ঝিনাইদহে প্রবহমান নবগঙ্গা নদীর আড়াই কিলোমিটারে সাত জায়গায় আড়াআড়ি মাটির বাঁধ দিয়ে মাছ চাষ করা হচ্ছে। এর সঙ্গে স্থানীয় প্রভাবশালীরা জড়িত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। তিনি বলেন, ‘৬০ দিনের মধ্যে দখলকারীদের তালিকা দাখিল করতে নির্দেশ দিয়েছেন আদালত।’