হোম > সারা দেশ > ঢাকা

আইইউবিএটির নতুন উপ-উপাচার্য ড. মো. মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. মাহমুদুর রহমান।

আজ বুধবার আইইউবিএটি থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, রাষ্ট্রপতির অনুমোদনক্রমে ড. মো. মাহমুদুর রহমান যোগদানের তারিখ থেকে আগামী চার বছরের জন্য এই পদে নিয়োগ পেয়েছেন। 

আরও বলা হয়, ড. মো. মাহমুদুর রহমান ২০১০ থেকে ২০১২ সালে প্রিন্সেস মেরিনা হাসপাতাল, গ্যাবোর্ন, বতসোয়ানার ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের প্রধান হিসেবে কাজ করেছেন। তিনি একজন অনুশীলনকারী ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং একজন হিপনোথেরাপিস্ট—যিনি লন্ডন, যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকা থেকে সম্মোহন থেরাপিতে প্রশিক্ষিত। তিনি ১৯৯৩ সালে কানাডার ম্যানিটোবা ইউনিভার্সিটি থেকে ডেভেলপমেন্টাল সাইকোলজিতে তাঁর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। 

মাহমুদুর রহমান ১৯৮১ সালের জানুয়ারি মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। ২০০৩ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৫ সাল থেকে একই বিভাগের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন।

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১