হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু, গৃহকর্তার দাবি আত্মহত্যা

ঢামেক প্রতিনিধি

রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরে একটি বাসায় রুবি বেগম (১৮) নামে এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গৃহকর্তার দাবি, তিনি ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন। 

শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উত্তরা ১০ নম্বর সেক্টর, ৬ নম্বর রোড, ১৭ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। গৃহকর্তা মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে রাত ১২টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

রুবিকে হাসপাতালে নিয়ে আসা গৃহকর্তা মো. আনিস চৌধুরীর দাবি করেন, রুবি বেগম নেত্রকোনা সদর উপজেলার কচু দিয়ারী গ্রামের চান মিয়ার মেয়ে। আড়াই বছর ধরে তাঁর বাসায় গৃহকর্মী হিসেবে আছেন রুবি। কাজে আসার আগে গ্রামে একটি ছেলের সঙ্গে প্রেম করে বিয়ে করেন। সম্প্রতি ডিভোর্স হয়েছে বলে শুনেছেন। এসব বিষয় নিয়ে মন খারাপ থাকত। এসব বিষয় নিয়ে গত শুক্রবার তিনি ঘুমের ওষুধ সেবন করেছিলেন। শনিবার বিকেলেও অনেকগুলো ঘুমের ওষুধ সেবন করেন। এরপর বিষয়টি তাঁর বাবা-মাকে জানানো হয়। তাঁর বাবা-মাও তাঁকে অনেক বোঝানোর চেষ্টা করেন। কিন্তু সর্বশেষ রাত সাড়ে ৯টার দিকে তিনি সবার অগোচরে বাসার পাঁচতলার ছাদে উঠে সেখান থেকে লাফিয়ে নিচে পড়েন। দেখতে পেয়ে তাঁকে প্রথমে বাংলাদেশ মেডিকেল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য উত্তরা থানায় জানানো হয়েছে।

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত