হোম > সারা দেশ > গাজীপুর

কাপাসিয়ায় বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলচালক শিক্ষক নিহত

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ায় বাসের সঙ্গে সংঘর্ষে নুরুল আমীন (৩২) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আজ বুধবার সকালে কর্মস্থলে যাওয়ার পথে কাপাসিয়ার ঢাকা-কিশোরগঞ্জ সড়কের জলপাইতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তিনি একটি মাদ্রাসার শিক্ষক ছিলেন।

নিহত নুরুল আমীন কাপাসিয়ার টোক নগর গ্রামের মো. জয়নালের ছেলে। তিনি পাশের নরসিংদী জেলার মনোহরদী উপজেলার কোঁচেরচর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন। তাঁর দুটি সন্তান রয়েছে।

নিহতের শ্যালক মো. মাসুম বলেন, আজ সকাল সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলে করে মাদ্রাসায় যাচ্ছিলেন নুরুল আমীন। জলপাইতলা পৌঁছার পর ঢাকাগামী জলসিঁড়ি এক্সপ্রেসের বাসের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে তিনি সড়কে লুটিয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক লায়লা আখতার বলেন, হাসপাতালে আনার আগেই নুরুল আমীনের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম লুৎফুল কবীর আজকের পত্রিকাকে বলেন, বাসের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মোটরসাইকেলচালক শিক্ষকের মৃত্যু হয়েছে। স্থানীয় লোকজন বাসটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব