ফ্লাইট বাতিল হয়ে যাওয়ায় আজ রোববার দেশে আসছে না ইউক্রেনের অলভিয়া বন্দরে রকেট হামলায় নিহত ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ। ইস্তাম্বুলে ভারী তুষারপাতের কারণে ফ্লাইটটি বাতিল করা হয়।
হাদিসুর রহমানের ছোট ভাই গোলাম মাওলা প্রিন্স এ তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আগামীকাল সোমবার হাদিসুরের মরদেহ ঢাকায় পৌঁছাবে।’
গত ২ মার্চ রাত ৯টা ২৫ মিনিটে ইউক্রেনের মলদোভা বন্দরে আটকে পড়া জাহাজটিতে রকেট হামলা হয়। হামলায় হাদিসুর রহমান নিহত হন। এ ঘটনায় জাহাজে থাকা বাকি ২৮ নাবিকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তাঁরা ভিডিও বার্তায় বাঁচার আকুতি জানাতে থাকেন।
এ পরিস্থিতিতে গত ৩ মার্চ অক্ষত ২৮ নাবিক এবং হাদিসুরের মরদেহ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে ইউক্রেনের একটি বাংকারে নেওয়া হয়। সেখানে হাদিসুরের মরদেহ রেখে বাকি নাবিকদের নিরাপদে রোমানিয়ায় নিয়ে যাওয়া হয়। গত ৯ মার্চ দুপুর ১২টার দিকে তাঁরা দেশে ফিরেছেন।