হোম > সারা দেশ > ঢাকা

যুবলীগের সমাবেশে যোগ দিতে এসে এক ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সমাবেশে যোগ দিতে এসে আজ শুক্রবার জিন্নাত আলী হারুন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এএসআই) মো. মাসুদ। 

মো. মাসুদ জানান, প্রচণ্ড রোদ ও গরমে অসুস্থ হয়ে পড়লে জিন্নাত আলী হারুনকে তাঁর সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি রাজশাহীর মোহনপুর উপজেলার বাকসিমইল ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন বলে জানা গেছে। 

এএসআই মো. মাসুদ বলেছেন, ‘মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে।’ 

আজ দুপুর আড়াইটা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে যুবলীগের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন। সকাল থেকেই রংবেরঙের ক্যাপ আর টি-শার্ট পরে আলাদা আলাদা স্লোগানে বড় বড় মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়েছেন যুবলীগের নেতা-কর্মীরা। ইতিমধ্যে সমাবেশস্থলে উপস্থিত হয়ে যুবলীগের প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ প্রকাশনা মোড়ক উন্মোচন এবং সংগঠনটির ওয়েবসাইট উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি