হোম > সারা দেশ > ঢাকা

যুবলীগের সমাবেশে যোগ দিতে এসে এক ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সমাবেশে যোগ দিতে এসে আজ শুক্রবার জিন্নাত আলী হারুন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এএসআই) মো. মাসুদ। 

মো. মাসুদ জানান, প্রচণ্ড রোদ ও গরমে অসুস্থ হয়ে পড়লে জিন্নাত আলী হারুনকে তাঁর সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি রাজশাহীর মোহনপুর উপজেলার বাকসিমইল ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন বলে জানা গেছে। 

এএসআই মো. মাসুদ বলেছেন, ‘মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে।’ 

আজ দুপুর আড়াইটা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে যুবলীগের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন। সকাল থেকেই রংবেরঙের ক্যাপ আর টি-শার্ট পরে আলাদা আলাদা স্লোগানে বড় বড় মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়েছেন যুবলীগের নেতা-কর্মীরা। ইতিমধ্যে সমাবেশস্থলে উপস্থিত হয়ে যুবলীগের প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ প্রকাশনা মোড়ক উন্মোচন এবং সংগঠনটির ওয়েবসাইট উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক