হোম > সারা দেশ > ঢাকা

মুন্সিগঞ্জে নছিমন ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, আহত ১ 

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বলই সড়কে নছিমন ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত ও একজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী। তিনি বলেন, ‘সড়ক দুর্ঘটনায় দুজন মারা গেছেন। তাঁদের মরদেহ টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে রয়েছে।’

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বালিগাঁও বাজার থেকে আলুভর্তি একটি নছিমন টঙ্গিবাড়ীর দিকে যাচ্ছিল। এ ছাড়া টঙ্গিবাড়ী থেকে দুই আরোহী একটি মোটরসাইকেলে করে বালিগাঁওয়ের দিকে যাচ্ছিলেন। এ সময় বলই চান্দের বাজার এলাকায় পৌঁছালে মোটরসাইকেল ও নছিমনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলচালক সাইদ ভূঁইয়া (৪৫) ও নছিমন আরোহী স্বপন (৪০) ঘটনাস্থলে মারা যান। নছিমনের আরোহী হানিফ গুরুতর আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত সাঈদ ভূঁইয়া লৌহজং উপজেলার বন সেমন্ত গ্রামের আলী মুহাম্মদ ভূঁইয়ার ছেলে। অপর নিহত স্বপন নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার বক্তাবলী এলাকার চর প্রসন্ননগর গ্রামের এনায়েত মিয়ার ছেলে।

এ বিষয়ে টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফেরদৌস নাহার বলেন, ‘সড়ক দুর্ঘটনায় দুজনকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। অপর আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

রাজধানীর উত্তরা‌য় সাততলা ভবনে আগুন, ৩ জনের মৃত্যু

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন