হোম > সারা দেশ > ঢাকা

চাকরি করায় স্বামীর আপত্তি, রাজধানীতে কিশোরীর লাশ উদ্ধার

ঢামেক প্রতিবেদক

রাজধানীর খিলগাঁও নন্দিপাড়ার একটি বাসা থেকে জান্নাতুল আক্তার উষা (১৭) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ ও স্বজনেরা। 

আজ শনিবার বেলা ২টার দিকে পুলিশ নন্দিপাড়া রসূলবাগ শুকুর আলীর বালুর মাঠ সংলগ্ন টিনশেড বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। 

গাজীপুর কাশিমপুর থানার সার্দাগঞ্জ গ্রামের জাকির হোসেন মুকুলের মেয়ে উষা। পরিবারের সঙ্গে নন্দিপাড়ার ওই বাসায় থাকত। 

উষার স্বামী রাজমিস্ত্রি মো. আমিনুল ইসলাম জানান, তাঁদের প্রেমের সম্পর্ক ছিল। চার মাস আগে বিয়ে করেন। উষা চাকরি করবে বলে স্বামীকে জানিয়েছিল। তবে আমিনুল চাকরি করতে দিতে রাজি না হওয়ায় পাঁচ দিন আগে দুজনের মধ্যে ঝগড়া হয়। পরে উষা নন্দিপাড়ায় বাবার বাসায় চলে যায়। একটি গার্মেন্টসে চাকরিও নেয় উষা। গতকাল শুক্রবার রাতে আমিনুল শ্বশুরবাড়িতে স্ত্রীর সঙ্গে দেখা করে আসেন। আজ দুপুরে খবর পান, উষা বাবার বাড়িতে গলায় ফাঁস দিয়েছে। 

খিলগাঁও থানার উপ–পরিদর্শক (এসআই) শাহিন আলম জানান, দাম্পত্য কলহের কারণে ওই কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ছাড়া ওই বাসা থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানেও উষা নিজের হতাশার কথা লিখে গেছে। তবুও বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক