হোম > সারা দেশ > গাজীপুর

রেস্টুরেন্টে খেয়ে বাসায় ফেরা হলো না শিশু আনিশার, বাবা-মা-ভাই গুরুতর আহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

নিহত শিশু আনিশা। ছবি: সংগৃহীত

একটি মোটরসাইকেলে শিশুকন্যা আনিশা, ছেলে তানভীর ও স্ত্রী তানিয়াকে নিয়ে মাওনা চৌরাস্তার একটি রেস্টুরেন্টে খাবার খেতে যান বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী আনিসুল ইসলাম আনিস। খাওয়া-দাওয়া শেষে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হলে গুরুতর আহত হন তারা চারজনসহ ছয়জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় আলহেরা মেডিকেল ও পরবর্তীতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করার আগেই আনিশার মৃত্যু হয়।

গতকাল রোববার সন্ধ্যা পৌনে ৬ টার দিকে মাওনা ইউনিয়নের মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের এসিআই কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরপরই মৃত্যু হয় আনিশার।

নিহত আনিশা (৫) মাওনা ইউনিয়নের কপাটিয়াপাড়া গ্রামের আনিসুল ইসলাম আনিসের (২৮) কন্যা। গুরুতর আহত হয়েছেন আনিসুল ছাড়াও তাঁর স্ত্রী তানিয়া (২৪) ও শিশুপুত্র তানভীর (১০)।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় কবলিত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরপরই শিশুর মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ