হোম > অপরাধ > ঢাকা

কোটালীপাড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে খবর পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা করা হবে বলে জানিয়েছেন ওই ছাত্রীর বাবা।

পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত ৯টার দিকে ওই স্কুলছাত্রী পাশের বাড়ির একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিল। এ সময় আগে থেকে ওত পেতে ছিলেন উপজেলার ডুমরিয়া গ্রামের মিথুন ভাবুক (২৬) ও সত্য পান্ডে (২৪)। পরে মুখে ওড়না পেঁচিয়ে ওই ছাত্রীকে একটি মাছের ঘেরের পাড়ে নিয়ে দুজনে মিলে ধর্ষণ করেন। পরে ওই স্কুলছাত্রী বিষয়টি মা-বাবাকে জানায়।

এ নিয়ে জানতে চাইলে ওই স্কুলছাত্রীর বাবা বলেন, ‘আমি এ ঘটনায় মামলা দায়ের করব। এ ঘটনার সঙ্গে জড়িতদের যেন দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হয়।’

এ নিয়ে জানতে মিথুন ভাবুক ও সত্য পান্ডের বাড়িতে যাওয়া হয়। কিন্তু তাঁদের পরিবারের কাউকে পাওয়া যায়নি।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পরিবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য