হোম > সারা দেশ > ঢাকা

২৪ ঘণ্টার মধ্যে সাংবাদিক শামসুজ্জামানের মুক্তির দাবি জাবি ছাত্র ইউনিয়নের

জাবি প্রতিনিধি

প্রথম আলোর সাভার প্রতিনিধি শামসুজ্জামান শামসকে সিআইডি পরিচয়ে তুলে নেওয়ার প্রতিবাদ এবং ২৪ ঘণ্টার মধ্যে পুলিশি হেফাজত থেকে মুক্তির দাবি জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্র ইউনিয়ন। আজ বুধবার বেলা তিনটায় সংগঠনটির দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংগঠনের সভাপতি ইমতিয়াজ অর্ণব ও সাধারণ সম্পাদক অমর্ত্য রায় যৌথ বিবৃতিতে বলেন, ‘এই ঘটনার মাধ্যমে রাষ্ট্রীয় দমন-নিপীড়নের চূড়ান্ত রূপ উঠে এসেছে আমাদের সামনে। মানুষকে বাক্‌রুদ্ধকরণের পাঁয়তারা এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে সমাজের তৃতীয় শ্রেণির খেটে খাওয়া মানুষও তাঁর ভাত, মাছ, মাংসের দাবি তুলে ধরতে পারে না। দেশব্যাপী চলমান নীরব এই দুর্ভিক্ষের বার্তা দেশের মানুষের কাছে পৌঁছানোর অর্পিত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক শামসুজ্জামান এহেন রাষ্ট্রীয় হেনস্তা ও অপহরণের শিকার হয়েছেন।’ 

তাঁরা আরও বলেন, ‘সরকারের গোয়েন্দা তৎপরতাকে বৈধতা দানকারী রাষ্ট্রীয় বয়ান যেখানে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক নির্যাতন রোধ সেখানে বারংবার গোয়েন্দা তৎপরতার কার্যকরণ লক্ষণীয় অন্যায়ের প্রতিবাদকারীদের দমনে মানুষের মৌলিক অধিকারের কথা বলা কণ্ঠের ওপর খড়গহস্তরূপে। মানুষের বাক্‌স্বাধীনতা, লেখার স্বাধীনতা কেড়ে নিয়ে ফ্যাসিবাদী সরকার জনগণের মনে ভীতি সঞ্চারের চেষ্টা করছে।’ 

প্রসঙ্গত, ২৬ মার্চ প্রথম আলো পত্রিকায় প্রকাশিত এক সংবাদের জেরে আজ বুধবার ভোর চারটায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সংলগ্ন আমবাগান এলাকার বাসা থেকে প্রতিনিধি শামসুজ্জামান শামসকে সিআইডি পরিচয়ে ১৬ ব্যক্তি গাড়িতে তুলে নিয়ে যায়।

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল