হোম > সারা দেশ > ঢাকা

বঙ্গবন্ধুর অবমাননা: ঢাবির বাসা ছাড়তেই হচ্ছে অধ্যাপক মোর্শেদ হাসানকে 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অব্যাহতি পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোর্শেদ হাসান খানকে বাসা ছাড়ার নোটিশ স্থগিত চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের বেঞ্চ তাঁর আবেদন খারিজ করে দেন। এখন নোটিশ অনুযায়ী বাসা ছেড়ে দিতে হবে বলে জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরসেদ।

গত ২৯ জুন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মার্কেটিংয়ের শিক্ষক মোর্শেদ হাসান খানকে বাসা ছাড়তে নোটিশ দেন। পরে ওই নোটিশের কার্যক্রম স্থগিত চেয়ে আবেদন করেন তিনি। আদালতে মোর্শেদ হাসানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।

২০১৮ সালের ২৬ মার্চ একটি জাতীয় দৈনিকে মোর্শেদ হাসানের লেখা ‘জ্যোতির্ময় জিয়া’ শিরোনামে নিবন্ধে বঙ্গবন্ধুর অবমাননা, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের অভিযোগ আনে ছাত্রলীগ। ঘটনার পর উদ্ভূত পরিস্থিতিতে ওই বছরের ২ এপ্রিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেয়। পরে ২০২০ সালের ৯ সেপ্টেম্বর মোর্শেদ হাসানকে স্থায়ীভাবে অপসারণ করা হয়।

অব্যাহতির সিদ্ধান্তের বিরুদ্ধে আচার্যের কাছে আপিল করে সাত মাসেও কোনো ফল না পেয়ে গত বছর রিট করেন মোর্শেদ হাসান। ওই রিটের পরিপ্রেক্ষিতে গত বছরের ৮ জুন রুল জারি করেন হাইকোর্ট। রুলে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানকে চাকরি থেকে অপসারণের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। ওই রুল এখনো বিচারাধীন।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক