ঢামেক প্রতিবেদক
রাজধানীর মতিঝিলে ফুটপাত থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুল ইসলাম জানান, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির। ফুটপাতেই ঘুমাত। সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের প্রধান ফটকের পাশের ফুটপাতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে সেখান গিয়ে মৃতদেহটি উদ্ধার করা হয়। তাঁর নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।